নবাবগঞ্জে দুইলাশ উদ্ধারের ঘটনায় পৃথক হত্যা মামলা

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আনন্দ চন্দ্র বণিক (৪০) নামে এক স্বর্ণকার এবং শুভ (২৮) নামে এক মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধারের পৃথক ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। জানা যায়, গত বৃহস্পতিবার স্বর্ণকার আনন্দ চন্দ্র বণিকের লাশ উদ্ধারের ঘটনায় শুক্রবার নিহতের স্ত্রী বাসনা বণিক বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। আনন্দ বণিক নতুন বান্দুরা গ্রামের মৃত শম্ভুনাথ বণিকের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উপজেলার পুরাতন বান্দুরা বাজারের স্বর্ণকার পট্টি সংলগ্ন ইছামতি নদীর পাড় থেকে আনন্দ চন্দ্র বণিকের লাশ উদ্ধার করে পুলিশ। স্বর্ণকার আনন্দের পুরাতন বান্দুরা বাজার মসজিদ সংলগ্ন স্থানে ‘প্রার্থনা মথুরা অলংকার’ নামে একটি দোকান ছিল। অপরদিকে, গত বুধবার শুভ (২৮) নামে এক মাদক ব্যবসায়ীর পুকুরে ভাসমান লাশ উদ্ধারের ঘটনায় নিহতের চাচা মো. সালাহউদ্দিন বাদী হয়ে এজাহার নামীয় পাঁচ জনের নামে থানায় মামলা করেছেন। শুভ জালালপুর গ্রামের মৃত আলমগীরের ছেলে ছিল। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলা সদর আমীরপুর গ্রামের জাবগাড়া নামে একটি পুকুর থেকে শুভর ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। শুভ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ছিল বলে থানা পুলিশ জানায়। নবাবগঞ্জ থানার সেকেন্ড অফিসার ও উপপরিদর্শক মুন্সি আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, মামলা দুটিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। হত্যাকারী বা হত্যাকান্ডে সংশ্লিষ্টদের খুঁজতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আপনি আরও পড়তে পারেন