নবাবগঞ্জে বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক সেমিনার

 দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

অরাজনৈতিক সংগঠন “ইছামতি-নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠন”-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয় সভা কক্ষে এ আয়োজন করা হয়। শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ভোগান্তি দূর করতে এ সেমিনার আয়োজন করা হয়। জানা যায়, দোহার-নবাবগঞ্জের ইতিহাসে প্রথম বারের মত এধরণের সেমিনার আয়োজন করে সংগঠনটি। সেমিনারে মূল উদ্দেশ্য ছিলো সকল এইচএসসি পরিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় পরিচিতি, বিভিন্ন ইউনিট ও ভর্তি পরীক্ষার সিলেবাস এবং প্রস্তুতি সম্পর্কে অবগত করা। যাতে তারা বিশ্ববিদ্যালয় ভর্তিতে কোনো প্রকার ভোগান্তিতে না পড়ে। বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক আলোচনা করেন, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ইছামতির মেধাবী সদস্যবৃন্দ। সেমিনারে প্রধান আলোচক ছিলেন সংগঠনের উপদেষ্টা ও দোহার নবাবগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষ শ্রী মানবেন্দ্র দত্ত। সংগঠনের সভাপতি মো. ফয়সাল সেমিনারে সভাপতিত্ব করেন। অতিথি ছিলেন- কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম, সংগঠনের উপদেষ্টা ও হরেকৃষ্ণ কুসুমকলি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এম, আলীনুর আহমেদ প্রমূখ।

আপনি আরও পড়তে পারেন