যাত্রা বিরতির দাবীতে সান্তাহারে ঢাকাগামী দ্রুতযান ট্রেন অবরোধ

স্টাফ রিপোর্টার, নওগাঁঃ

বগুড়ার সান্তাহার জংশন ষ্টেশনে পঞ্চগড় থেকে ঢাকাগামীআন্তঃনগর নতুন পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতীর দাবিতে আন্দোলনে নেমেছেনসান্তাহার শহরসহ এর আশপাশ এলাকার হাজার হাজার মানুষ। ট্রেনের যাত্রা বিরতী বাস্তবায়নকমিটির আন্দোলনের ৪ দিনের কর্মসূচীর শেষ দিন রবিবার দুপুর ১২টা থেকে দুপুর ১টাপর্যন্ত রেলপথ অবরোধ কর্মসূচী পালন করা হয়। অবরোধ চলাকালের সময় পঞ্চগড় থেকেঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান ট্রেন সান্তাহার জংশন ষ্টেশনে এসে পৌছলেঅবরোধকারীরা ট্রেনটি ২৫ মিনিটি অবরোধ করে রাখে। এসময় ট্রেনটির বিলম্ব আরখরতাপে যাত্রী সাধারনকে চরম দুর্ভোগে পড়তে হয়। এবিষয়ে এই দাবি বাস্তবায়নকমিটির যুগ্ম আহবায়ক স্থানীয় আওয়ামীলীগ নেতা সাজেদুল ইসলাম চম্পা বলেন এদাবি বাস্তবায়ন করা না হলে সান্তাহার জংশন ষ্টেশনের ওপর দিয়ে কোন ট্রেন চলতে দেওয়াহবে না।এব্যাপারে স্থানীয় ষ্টেশন মাষ্টার রেজাউল ইসলাম ডালিম জানান, সান্তাহার জংশন একটিবৃহতম জংশন ষ্টেশন এখানে হাজার হাজার ট্রেন যাত্রী উঠানামা করে। একারনে রেলকর্তৃপক্ষের এই ষ্টেশনে নতুন ট্রেনের যাত্রা বিরতী দেওয়া উচিৎ।আগামী ২৫ মে থেকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড় ঢাকার মধ্যে চলাচল করবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনটিরউদ্ভোধন করবেন। পঞ্চগড় থেকে ট্রেনটি যাত্রা করে ঠাকুরগাঁও, দিনাজপুর ওপার্বর্তীপুর যাত্রাবিরতি দিয়ে ঢাকায় পৌছাবে। নওগাঁ, বগুড়া ও জয়পুরহাট এই জেলারমোহনায় অবস্থিত প্রাচীন ঐতিহ্যবাহী জন গুরত্বপূর্ন জংশন ষ্টেশন হওয়া শর্ত্বেওসান্তাহার জংশন ষ্টেশনে যাত্রাবিরতি না দেয়ায় পঞ্চগড় ট্রেন যাত্রাবিরতি বাস্তবায়নকমিটি প্রায় চারদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে ।

আপনি আরও পড়তে পারেন