কিশোরগঞ্জে আদালত থেকে আসামির পলায়ন

আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়াসহ মাদক মামলার এক আসামি পলায়নের ঘটনা ঘটেছে কিশোরগঞ্জে। আজ রবিাবর এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে বৈরব থানার পাঁচজন কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান।

পুলিশ ও অন্যান্য সূত্রে জানা গেছে, ভৈরব উপজেলার মানিকদি গ্রামের আক্কাছ মিয়ার ছেলে মুর্শেদ মিয়াকে (২৭) শনিবার ১৫ পিস ইয়াবাসহ মানিকদি থেকে পুলিশ গ্রেফতার করে।

এ সংক্রান্ত মামলায় পুলিশ তাকে রোববার কিশোরগঞ্জ আদালতে পাঠায়। এ সময় দায়িত্বে ছিলেন ভৈরব থানার পাঁচজন কনস্টেবল। আদালত প্রাঙ্গণে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এক পর্যায়ে আসামি মুর্শেদ মিয়া হাতকড়াসহ পালিয়ে যায়।

অনেক খোঁজাখুজি করেও তাকে ধরতে পারেনি পুলিশ। পরে দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের পাঁচ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়। তারা হলেন নাজিম উদ্দিন, ফয়সাল মিয়া, মোমতাজ উদ্দিন, শাহজাহান ও জয়নাল।

আপনি আরও পড়তে পারেন