তিতুমীর কলেজের ফল বিপর্যয়: পরীক্ষার্থী ২৯০; পাশ ২৫

রাজধানীর তিতুমীর কলেজের ইংরেজি বিভাগের ফল বিপর্যয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে কলেজের সামনে থেকে মিছিল নিয়ে মহাখালী ফ্লাইওভারের নিচে অবস্থান নেন তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি পর থেকে তিতুমীর কলেজের ফল বিপর্যয় শুরু হয়েছে বলে জানান বিক্ষুব্ধরা। তৃতীয় বর্ষের ২৯০ পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছেন মাত্র ২৫ জন। একাধিক বিষয়ে অকৃতকার্য হয়ে চতুর্থ বর্ষে উত্তীর্ণ হয়েছেন দেড়শ শিক্ষার্থী বলে জানান তারা।

বিক্ষোভ চলাকালীন মহাখালী বাসস্ট্যান্ড এবং গুলশান এক নম্বর থেকে মহাখালী পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে বেলা ১১টার দিকে ফ্লাইওভারের নিচ থেকে মিছিল করে কলেজের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

 

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন