দৈনিক আগামির সময়ে প্রকাশিত “জগন্নাথপুরে কুড়িয়ে পাওয়া শিশু মুছা” তার পরিবারকে ফিরে পেয়েছে

 মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

জগন্নাথপুরের রানীগঞ্জ বাজারে ঘুমন্ত অবস্থায় পাওয়া শিশু মুছা (৮) থানা পুলিশ এর প্রচেষ্টায় পরিবারকে ফিরে পেয়েছে। থানা সুত্রে জানাযায়,গত ১৭ই মে দিবাগত রাতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারে একটি দোকানের সামনে মুছা(৮) নামক শিশুকে ঘুমন্ত অবস্থায় পেয়ে স্থানীয় জনতা জগন্নাথপুর থানা পুলিশে হস্তান্তর করেন। কুড়িয়ে পাওয়া কথিত শিশু মুছার দেওয়া ঠিকানা অনুযায়ী জগন্নাথপুর থানা পুলিশ সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগের মাধ্যমে এই শিশুটির পরিবারের সন্ধ্যান পাওয়া যায়। এবং শিশু মুছার পিতা মোঃ শেলিম মিয়া পুলিশ প্রশাসনের মাধ্যমে হারিয়ে যাওয়া ছেলে মুছার অবস্থান জানতে পেরে তিনি (শেলিম মিয়া) ছেলেকে নিতে জগন্নাথপুর থানায় আসেন।১৯ শে মে রবিবার জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী কুড়িয়ে পাওয়া শিশু মুছা (৮)কে তার পিতা মোঃ শেলিম মিয়ার হাতে তুলে দিয়েছেন। এসময় জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নব গোপাল দাশ, এসআই মোঃ সাইফুর রহমান এবং এএসআই মোঃ মোক্তার হোসেন সহ থানার অফিসার ও ফোর্স বৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে ছেলেকে পেয়ে শেলিম মিয়া জগন্নাথপুরবাসী ও বাংলাদেশ পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনি আরও পড়তে পারেন