বেতাগীতে বৈদ্যুতিক আগুনে বসতঘর পুড়ে ছাই

বরগুনা প্রতিনিধি: বেতাগীতে বৈদ্যুতিক আগুনে একটি বসতঘর পুরে ছাই হয়ে গেছে। এতে তাদের নগদ টাকা, স্বর্ণ-অলংকার, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্র সহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়।

জানা গেছে, উপজেলার হোসনাবাদ ইউনিয়নের দক্ষিণ ছোপখালী গ্রামের সকাল সাড়ে আটটার দিকে মৃতঃ আঃ জব্বারের বসতঘরে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। সংযোগ সড়ক খারাপ থাকার কারনে ফায়ার সার্ভিস এর গাড়ি যেতে পাওে নি ঘটনাস্থালে ফলে মুহুর্তের মধ্যেই আগুন লেগে ঘরটি পুরে ছাই হয়ে যায়।

এতে একটুর জন্য বেঁচে যায় তার স্ত্রী মোসাঃ ফরিদা বেগম(৬৬), পুত্র বধু মোসাঃ জেসমিন (৩০), নাতী আবদুল্লাহ (৬) ও আবদুর রহমান (৩)। প্রতিবেশিরা অনেক চেষ্টার পরেও আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় সর্বস্ব হারিয়েছে ভূক্তভোগী পরিবার।

বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মাকসুদুর রহমান ফোরকান, ভাইস চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম পিন্টু ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ আর্থিক সাহায্য প্রদান করেন।

আপনি আরও পড়তে পারেন