সান্তাহারে যাত্রাবিরতি বাস্তবায়ন কমিটির সাথে রেলকর্মকর্তার বৈঠক

স্টাফ রিপোর্টার, নওগাঁঃ

পঞ্চগড় থেকে ঢাকাগামী নতুন আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতিরদাবিতে আদমদীঘির সান্তাহারে কর্মসূচির শেষ দিনে যাত্রাবিরতি বাস্তবায়ন কমিটির পক্ষথেকে ঘোষনা দেয়া হয় ‘‘মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষ আমাদের দাবীমেনে না নিলে আগামী ২২তারিখ (বুধবার) থেকে সান্তাহার জংশন স্টেশনের উপর দিয়ে ট্রেনচলাচলসহ সকল ট্রেনের টিকিট বিক্রি বন্ধ করে দেয়া হবে’’ এর প্রেক্ষিতে মঙ্গলবার বেলাসাড়ে ১১টায় সান্তাহার জংশনে স্টেশন মাস্টারের অফিস কক্ষে যাত্রাবিরতি কমিটির সাথেরেলওয়ের পশ্চিমাঞ্চল রাজশাহীর জেনারেল ম্যানেজার (জি.এম) খন্দকার শহিদুল ইসলাম ও পশ্চিমরাজশাহীর (সিওপিএস) শাহানেওয়াজ এক বৈঠকে মিলিত হন। বৈঠকে যাত্রা বিরতিবাস্তবায়ন কমিটির নেত¦বৃন্দদের প্রশ্নের উত্তরে পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার খন্দকারশহিদুল ইসলাম বলেন, আপনাদের আন্দোলনের সাথে আমি একমত, আপনারা শান্তিপূর্ণভাবেআন্দোলন চালিয়ে যান। প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে ট্রেনটি আগামী ২৫ মেবিরতিহিন ভাবে চালু করা হবে। তবে ট্রেনটি সান্তাহার জংশন স্টেশনে অল্পদিনের মধ্যেইদাঁড়াবে।

এছাড়াও তিনি আরো বলেন,সান্তাহার স্টেশনে সকল ট্রেনের টিকিট বৃদ্ধি করা হবে এবং স্টেশনের অবকাঠামো সংস্কারেনজর দেয়া হবে। এসময় উপস্থিত ছিলেন যাত্রা বিরতি বাস্তবায়ন কমিটির আহবায়ক ও সাবেকসংসদ আলহাজ কছিম উদ্দিন আহমেদ,আদমদীঘি উপজেলা চেয়ারম্যান আলহাজ সিরাজুলইসলাম খান রাজু, যাত্রা বিরতি বাস্তবায়ন কমিটির যুগ্মআহবায়ক ও উপজেলা আওয়ামীলীগেরযুগ্মসম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, উপজেলা ভাইস চেয়রম্যান মাহমুদুর রহমানপিন্টু,সান্তাহার স্টেশন মাস্টার রেজাউল করিম ডলিম, উপজেলা যুবদলের সভাপতি মাহফুজুল হকটিকন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নিসরুল হামিদ ফুতু, সান্তাহারপৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম, পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন,সহকারি অধ্যপক মাসুদ রানা, সাবেক কাউন্সিলর আসলাম সিকদার প্রমূখ।

আপনি আরও পড়তে পারেন