ইংল্যান্ডের পথে মাশরাফি

চার বছর পর আবারও শুরু হতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ ক্রিকেট। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দ্বাদশতম এ আসর বসছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে। ৩০ মে লন্ডনের ওভালে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে ২০১৯ বিশ্বকাপের। ৩০ মে থেকে শুরু হওয়া এ বিশ্বকাপ ১৪ জুলাই পর্যন্ত চলবে। আর মাত্র সাত দিন বাকি এর পরেই মাঠে গড়াবে বিশ্বকাপ।

টাইগারদের বিশ্বকাপ স্কোয়াডের ১৩ জন ইংল্যান্ডে। সেখানে তাদের বিশ্বকাপের প্রস্তুতি চলছে। ওপেনার তামিম ইকবাল পরিবারের সঙ্গে সময় কাটাতে দুবাইয়ে আছেন। আর আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শেষে ছুটিতে দেশে চলে আসেন অধিনায়ক মাশরাফি। দলের সঙ্গে যোগ দিতে বুধবার (২২ মে) সকাল দশটায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে করে দলের সাথে যোগ দিতে ইংল্যান্ডের পথে বাংলাদেশের অধিনায়ক।

ত্রিদেশীয় সিরিজ শেষ করে দেশে ফেরার পরই মাশরাফির কাছে দল নিয়ে অনেক কিছু জানতে চেয়েছিলেন সাংবাদিকরা। টাইগার দলপতি সেসব এড়িয়ে যান। যেহেতু পুরো দল আসেনি, তিনি ব্যক্তিগতভাবে চারদিনের ছুটিতে দেশে ফেরেন। তাই দল নিয়ে কথা বলা ঠিক হবে না বলে দেন নড়াইল এক্সপ্রেস।

এই ছুটির মধ্যে নড়াইলেই সময় কাটিয়েছেন মাশরাফি। মিডিয়ার সঙ্গে কথা বলেননি। এমনকি তার ব্যক্তিগত যোগাযোগের ফোনটিও বন্ধ ছিল। আজ ইংল্যান্ডের বিমানে উঠার আগেও সেভাবে কথা বলেননি মাশরাফি। সৌজন্যতা রক্ষায় যা একটু বলেছেন, তার মধ্যেই দলের জন্য দোয়া চেয়ে নিয়েছেন টাইগার দলপতি। নড়াইল এক্সপ্রেস বলেন,সবাই দোয়া করবেন। চেষ্টা করব ভালো করার। বাংলাদেশ যেন ভালো খেলে।বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে জিতে বেশ ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ ক্রিকেট দল। তাই টাইগারদের আত্মবিশ্বাসও তুঙ্গে।

মাশরাফি মনে করিয়ে দিলেন, দুটো আলাদা টুর্নামেন্ট। তবে দল যেহেতু ভালো অবস্থায় আছে, ভালো করার আশা তারও। টাইগারদের ওয়ানডে অধিনায়কের ভাষায়, দুইটা আলাদা টুর্নামেন্ট। আশা করি সবার আত্মবিশ্বাস ভালো অবস্থায় আছে। ভালো শুরুটা গুরুত্বপূর্ণ। সেটা পারলে আশা করি ভালো কিছুই হবে।

ইংল্যান্ডের লেস্টারে আগামী ২৩ মে পর্যন্ত অবস্থান করবে টিম বাংলাদেশ। পরে ২৪ মে থেকে শুরু হবে আইসিসির সাপোর্টিং পিরিয়ড। তখন থেকে অংশগ্রহণকারী দেশগুলোর সকল দায়দায়িত্ব বুঝে নেবে আইসিসি। তার আগপর্যন্ত লেস্টারে নিজেদের খরচেই অবস্থান করবে বাংলাদেশ ক্রিকেট দল।

এদিকে ২৪ মে থেকেই শুরু হবে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ। বাংলাদেশের ম্যাচ দুটি ২৬ ও ২৮ মে কার্ডিফে হবে। তাই ২৩ মে লেস্টার ছেড়ে কার্ডিফে যাবে বাংলাদেশ। এর আগেই দলের সঙ্গে যোগ দেবেন মাশরাফি। বুধবার সব দলের অধিনায়কদের নিয়ে সংবাদ সম্মেলনসহ বিশেষ অনুষ্ঠানের আয়োজন আছে আইসিসি। সেখানে অংশ নিয়ে পরদিন দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

 

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন