নবাবগঞ্জের আগলা ও কৈলাইল ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

 দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা ও কৈলাইল ইউনিয়ন পরিষদের ২০১৯-২০ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯মে বুধবার বেলা সাড়ে ১১টায় আগলা ইউনিয়ন পরিষদ সভা কক্ষে উন্মুক্ত বাজেট সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. আফসার উর রহমান। সভাপতিত্ব করেন আগলা ইউপির চেয়ারম্যান আবেদ হোসেন। সভায় ৯৯ লাখ ৫৩ হাজার ২শ’ ৭০ টাকার প্রস্তাবিত আয় ও ব্যয় ধরে বাজেট পেশ করেন ইউপি সচিব পবিত্র চন্দ্র মন্ডল। উপস্থিত ছিলেন ইউপি সদস্য- জয়নাল আবেদিন, মো. রমজান আলী, আবু বক্কর চৌধুরী, আকমত পাঠান, রানু আরা, ফরিদা ইসলাম প্রমূখ। এর আগে গত ৬মে কৈলাইল ইউনিয়ন পরিষদ সভা কক্ষে উন্মুক্ত বাজেট সভায় প্রধান অতিথি ছিলেন বাস্তব এনজিওর প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. আবু নঈম। সভাপতিত্ব করেন কৈলাইল ইউপি চেয়ারম্যান মো. পান্নু মিয়া। সভায় ১ কোটি ৭০ লাখ ৭০ হাজার ৮শ’ ৬০টাকা আয় ও ১ কোটি ৫৫ লাখ ৯০ হাজার ৫শ’ ৪৬টাকা সম্ভাব্য ব্যয় ধরে প্রস্তাবিত বাজেট পেশ করেন ইউপি সচিব মো. কামরুল হাসান। উপস্থিত ছিলেন বাস্তব এনজিওর প্রজেক্ট ফ্যাসিলিটেটর আব্দুল্লাহ মেজবাহ, আওয়ামীলীগ নেতা আবুল কাসেম, ফারুক মোল্লা, মানিক মাষ্টার, ইউপি সদস্য- আবু বক্কর, সাইদুল ইসলাম, বিজয় বাড়ৈ, সমির উদ্দিন, আরমান শেখ, আব্দুল হালিম, মালেক দেওয়ান, উর্মী চৌধুরী, রহিমা বেগম প্রমূখ।

আপনি আরও পড়তে পারেন