চুয়াডাঙ্গা বিজিবি কর্তৃক সীমান্ত শুন্য রেখা সংলগ্ন এলাকা হতে ৪টি গরু আটক

মামুন মোল্লা, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি 

চুয়াডাঙ্গার দামুড়হুদার দুটি সীমান্ত এলাকা হতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির গরু পাচার বিরোধী অভিযানে বুধবার গভীর রাতে ৪ টি ভারতীয় হরিয়ানা গরু উদ্ধার করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে রক্ষা পায়। এ বিষয়ে চুয়াডাঙ্গা বিজিবি-৬ এর পরিচালক মোঃ হাসান ইমাম সাংবাদিকদের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান গতকাল গভীর রাতে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল হালিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার অন্তর্গত চাকুলিয়া সীমান্তে মেইন পিলার ৮৮ হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাকুলিয়া মাঠ নামক স্থান হতে ০২টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়। অপর দিকে একই উপজেলার ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ কবির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার অন্তর্গত চাকুলিয়া সীমান্তে মেইন পিলার ৮৬ হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাকুলিয়া মাঠ নামক স্থান হতে ০২টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়। আটককৃত গরুর আনুমানিক মুল্য চার লক্ষ আশি হাজার টাকা। আটককৃত গরু দর্শনা কাষ্টমস অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনি আরও পড়তে পারেন