বাংলাদেশের মানুষকে রামছাগল ভাবে এরা!

সম্প্রতি ধানের দাম কম হওয়ায় ধানখেতে আগুন দিয়ে প্রতিবাদ জানিয়েছে কৃষক। এই ভিন্ন প্রতিবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। ধানেখেতে আগুন দেয়ার এই ছবি সরকারের উচ্চ মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

এরপর সরকারের উপজেলা ও জেলা পর্যায়ের কর্মকর্তারা অনেকে কৃষকের বাড়ি গিয়ে কিছু ধান ক্রয় করেছে। এদিকে এই ছবি ভাইরাল হওয়ার পর দেশের অনেক সংগঠন এবং সরকারের অনেক কর্তা ব্যক্তিরা মাঠে নেমে কিছু সময়ের জন্য কৃষকের সাথে ধান কেটে ছবি তুলেছে।

এসব বিষয়ে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপ ড. আসিফ নজরুল আজ বৃহস্পতিবার (৩০ মে) তার নিজের ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দিয়েছেন। তার স্ট্যাটাসটি বিডি২৪লাইভের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হল:-

‘ধান কাটা নিয়ে অশ্লীল ভাড়ামো করলো সরকারের লোকজন। ধানের উপযুক্ত দাম দিল না, বরং অনেক বেশী (ও ভূয়া দামে) দামে চাল আমদানী করার সুযোগ দিয়ে কৃষকের ধানের দাম কমাল। তারপর ধান কাটার ছবি তুলে কৃষকের প্রতি দরদ দেখাল!

কান্ড দেখে মনে হয় বাংলাদেশের মানুষকে রামছাগল ভাবে এরা।’

Source : bd24live

আপনি আরও পড়তে পারেন