ইসলাম গ্রহণ করে ওমরায় গেলেন ব্রাজিলের ফুটবলার

শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা সার্জিও রিকার্দো নেভাস। ইসলাম গ্রহণের পর পরই তিনি ওমরাহ পালনে সৌদি যান।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি সানের প্রতিবেদনে বলছে, ব্রাজিলের সাবেক এই ফুটবলার ক্যারিয়ারের শেষের দিকে মধ্যপ্রাচ্যের কয়েকটি ক্লাবে খেলেছেন। সেখানেই ইসলাম ধর্ম সম্পর্কে জানেন তিনি।

ইন্টারনেটে সম্প্রতি তার কিছু ছবি প্রকাশ পায়। যেগুলো ওমরার পরপর তোলা। বায়তুল্লাহর সামনেও কিছু ছবিতে তাকে দেখা গেছে।

রিকার্দো বলেন, বাইতুল্লাহ বা আল্লাহর ঘর জিয়ারত করে মনে প্রবল প্রশান্তি বোধ করছেন তিনি।

টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন সৌদি আরবের সাবেক ফুটবলার মোহাম্মদ সাওয়াদ। যেখানে দেখা যায় রিকার্দো বলছেন, আলহামদুলিল্লাহ, এখন আমি একজন মুসলিম। মনে হয় আমার জীবনে নেওয়া সেরা সিদ্ধান্ত এটা।

উল্লেখ্য, ২০১০ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোর ক্লাব বোটাফোগোর হয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেন রিকার্দো। ৪৫ বছর বয়সী এ তারকা ভিটোরিয়া এবং বোটাফোগো ছাড়াও ব্রাজিলিয়ান অন্যতম সেরা ক্লাব করিন্থিয়ান্স ও ভাস্কো দা গামায় খেলেছিলেন।

আপনি আরও পড়তে পারেন