চুয়াডাঙ্গা বিজিবির  মাদকবিরোধী অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক। 

মামুন মোল্লা, চুয়াডাঙ্গা (০৩/০৬/১৯)
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিভিন্ন
সীমান্তে বিজিবির দুটি পৃথক  মাদক বিরোধী অভিযানে ভারতীয় ৭ বোতল মদ পাচার করার সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
বিজিবি সুত্রে জানা গেছে, রবিবার বিকাল ৫ টার দিকে বারাদি বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আকবর আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার অন্তর্গত কামারপাড়া গ্রামের কামারপাড়া মাঠ নামক স্থান হতে ৭ বোতল ভারতীয় মদসহ একজন  আসামীকে আটক করতে সক্ষম হয়।যার আনুমানিক মূল্য দশ হাজার পাঁচশত টাকা।
সে দামুড়হুদা উপজেলার কামারপাড়া গ্রামের হাফিজুলের ছেলে সাইফুল ইসলাম (২৫)। সে দীর্ঘদিন যাবৎ মাদক পাচারের সাথে জড়িত ছিলো অনেক চেষ্টার পর তাকে আটক করতে সক্ষম হয় জানায় বিজিবি।
 অপরদিকে রবিবার সন্ধ্যার দিকে  একই উপজেলার মেমনগর সীমান্তে দর্শনা বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ মোখলেছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার অন্তর্গত মেমনগর গ্রামের মেমনগর ইট ভাটা নামক স্থান হতে ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য নয় হাজার ছয়শত টাকা মাত্র। আটককৃত মাদকদ্রব্য মাদক জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা রাখা আছে।

আপনি আরও পড়তে পারেন