চাঁপাইনবাবগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় ধর্ষক আটক

চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়া নীলকূঠি মাঠ এলাকার একটি আমবাগানে ৯ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে

আটক করেছে পুলিশ।
আটককৃত ধর্ষণ চেষ্টাকারী হচ্ছে সদর উপজেলার নীমতলা ফকিরপাড়া মহল্লার মৃত. আব্দুল গফুরের ছেলে ৪৫বছর বয়সী সেলিম রেজা।

সোমবার রাত প্রায় আটটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, আটক সেলিম একজন মাদকসেবী।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, শিশুটি বাড়ির পাশের নীলকূঠি মাঠের একটি আমবাগানে আম কুড়াতে যায়। এ সময় রাতের আঁধারে শিশুটিকে ওই আমবাগানে ধর্ষণের চেষ্টা চালায় সেলিম। শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সেলিমকে ধরে ফেলে স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে সেলিমকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, নির্যাতিত শিশুটিকে উদ্ধার করে পুলিশি হেফাজতে চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়েছে এবং এ ঘটনায় সদর মডেল থানায়
মামলা দায়ের প্রস্তুতি চলছে।

আপনি আরও পড়তে পারেন