নিউইয়র্কে বহুতল ভবনের ছাদে হেলিকপ্টার বিধ্বস্ত, চালক নিহত

নিউইয়র্কের ম্যানহাটনে বহুতলের ছাদে আছড়ে পড়ে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। এতে হেলিকপ্টারটির চালক নিহত হয়েছে বলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

বিবিসি জানায়, সোমবার স্থানীয় সময় দুপুর দুইটায় সেভেন্থ অ্যাভিনিউয়ে ৫০ তলা এএক্সএ অ্যাকুইটেবল সেন্টারের ছাদে আছড়ে পড়ে হেলিকপ্টারটি।

টাইমস স্কয়ারের অদূরে বহুতল ভবনটির ছাদ থেকে এ সময় ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা গিয়েছে।

ঘটনার সঙ্গে সঙ্গে ভবনটির নিচে রাস্তায় মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস, দুর্যোগ মোকাবিলা বিভাগ, পুলিশ-সহ একাধিক জরুরি বিভাগের গাড়ি এ সময় ঘটনাস্থলে পৌঁছায়। নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ।

ঘটনাস্থলে দ্রুত পৌঁছান নিউইয়র্কের মেয়র অ্যান্ড্রু কুয়োমো । মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বহুতলে ছাদে ল্যান্ড করার চেষ্টা করছিলেন হেলিকপ্টারটির চালক, এমনটাই ধারণা করা হচ্ছে বলে তিনি সংবাদমাধ্যমকে জানান। কিন্তু শেষ পর্যন্ত ছাদের ওপর আছড়ে পড়ায় হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের।

হেলিকপ্টার আছড়ে পড়ার সময় পুরো ভবন কাঁপতে থাকে বলে জানিয়েছে এতে কর্মরত কয়েকজন। তবে ভেতরে কারও কোনো ক্ষতি হয়নি বলে মেয়র জানিয়েছেন।

আপনি আরও পড়তে পারেন