চুয়াডাঙ্গা বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত

মামুন মোল্লা,চুয়াডাঙ্গা(১২/০৬/১৯)
সীমান্তে চোরাচালান বন্ধ ও অবৈধ অনুপ্রেবশকারী  হটাতে বুধবার দুপুরে   ভারত ও বাংলাদেশ দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে  এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধীনস্থ মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার অন্তর্গত মুজিবনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ১০৫ এর নিকট ভারতের অভ্যন্তরে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে প্রতিপক্ষ ৮১, ৮৪ ও ৫৪ বিএসএফ ব্যাটালিয়নের সাথে একত্রে সৌজন্যমূলক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর পরিচালক মোঃ ইমাম হাসান এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১, ৮৪ এবং ৫৪ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট যথাক্রমে শ্রী রহিতাশবা মিনা, শ্রী নন্দন সিংহ বিষ্ট এবং ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট শ্রী মধুকার জুয়েল। এছাড়াও উক্ত বৈঠকে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অতিরিক্ত পরিচালক নিস্তার আহমেদ এবং বিএসএফ এর পক্ষে ষ্টাফ অফিসার শ্রী আখিল বেনার্জি, শ্রী মদন লাল আরয়া, শ্রী ভারাত সিংহ ও শ্রী অসিয়ার প্রসাদ। উক্ত বৈঠকে সুষ্ঠু সীমান্ত ব্যবস্থাপনা, তারকাটার বেড়া না কাটা, অবৈধ অনুপ্রবেশ রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা, গরু চোরাচালান প্রতিরোধ করা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, ইয়াবা পাচার প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা, জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা, সীমান্ত শুন্য রেখা হতে ১৫০ গজের মধ্যে তিন ফুটের উপরে ফসলাদি চাষাবাদ না করার ব্যপারে ব্যবস্থা গ্রহণ করা, বিজিবি ও বিএসএফ এর সমন্বয়ে সমন্বিত টহল করা, উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা এবং কোন অবস্থাতেই যেন বাংলাদেশী/ভারতীয় নাগরিক নিহত/আহত তথা নির্যাতনের শিকার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।

আপনি আরও পড়তে পারেন