নবাবগঞ্জে বিশ্ব রক্তদাতা দিবস পালন

ঢাকার নবাবগঞ্জে বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে উপজেলার দোহার-নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে একটি র‌্যালী বের করেন নবাবগঞ্জ ব্লাড ডোনার্স নামে একটি সংগঠন। র‌্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক পদক্ষিণ করে পুণরায় কলেজ প্রাঙ্গনে এসে শেষ হয়।

একই সাথে নবাবগঞ্জ ব্লাড ডোনার্সের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এসময় সংগঠনের সকল সদস্য, ডোনার ও শুভাকাক্সক্ষীরা উপস্থিত ছিলেন।

নবাবগঞ্জ ব্লাড ডোনার্সের প্রতিষ্ঠাতা তাসদিদ আহমেদ বলেন, আমাদের কাজ হলো রক্তদান সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা। দোহার-নবাবগঞ্জে কোন মানুষ যেন রক্তের অভাবে মারা না যায়। সেই চেষ্টাই আমরা করছি।। বর্তমান আমাদের সংগঠনের সক্রীয় সদস্য প্রায় ১ হাজার। আমরা কোনো বিনিময় ছাড়া মুমর্ষু রোগীদের জন্য রক্ত সরবরাহ করছি। এছাড়া আমরা বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে থাকি। গরীব রোগীদের আর্থিক সহায়তা ছাড়াও ঈদে পথ শিশুদের মাঝে বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে।

আপনি আরও পড়তে পারেন