তরুণীকে শ্লীলতাহানির চেষ্টা, যুবকের মাথা ন্যাড়া করল জনতা

ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি করতে আসা এক তরুণীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে যুবকের মাথা ন্যাড়া করে দিয়েছে জনতা। শুক্রবার মানিকগঞ্জের শিবালয়ের ১ নং তেওতা ইউপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার আলোকদিয়া গ্রামের এক তরুণী ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি করতে তেওতা ইউপি কার্যালয়ে যান। একই উদ্দেশ্য আসা দক্ষিণ তেওতা গ্রামের মৃত্যু হামিদ মৃধার ছেলে শরিফুল পরিষদের টয়লেটে তাকে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন। এসময় তরুণীর চিৎকারে উপস্থিত লোকজন যুবককে আটক করে। এরপর ক্ষুব্ধ জনতা যুবকের মাথা ন্যাড়া করে ছেড়ে দেয়। বিষয়টি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে।

এদিকে ওই যুবকের পরিবার ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপন করলেও ভোটার হতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছে। ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের ঘটনার সত্যতা স্বীকার করেন।

উল্লেখ্য, এ ইউনিয়নে গত ১২ জুন থেকে ভোটার তালিকা হালনাগাদের নিবন্ধন কাজ শুরু হয়েছে। শনিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় ১৯শ’ নারী-পুরুষ নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। আগামী ১৬ জুন পর্যন্ত পূর্ণবয়স্ক যে কেউ নির্ভুল তথ্য দিয়ে নিবন্ধন করতে পারবেন বলে নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে।

আপনি আরও পড়তে পারেন