জগন্নাথপুরে  বিভিন্ন মামলায় পলাতক  ৮ আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরন করেছে পুলিশ 

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
জগন্নাথপুরে পৃথক অভিযান পরিচালনা করে আদালত কর্তৃক গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত পলাতক আট আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরন করেছে থানা পুলিশ।
এলাকাবাসী ও থানা সুত্রে জানাযায়,গোপন সংবাদের ভিত্তিতে  সুনামগঞ্জের
জগন্নাথপুর থানার গন্ধর্বপুর ইনচার্জ মোঃ  ইখতিয়ার উদ্দিন চৌধুরীর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ গোলাম ফাত্তাহ মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে এক দল পুলিশ ১৫ ই জুন বিশেষ  অভিযান পরিচালনা করে আদালত কর্তৃক গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত পাঁচ বছরের সাজাপ্রাপ্ত  পলাতক আসামী  জগন্নাথপুর উপজেলার মীরপুর (হলিয়ার পাড়া) গ্রাম নিবাসী আনজব আলীর ছেলে মোঃ মোজাহিদ আলী (মামলা নং- জিআর ৪৫/১৬) ও সাংঙ্গিয়ারগাঁও গ্রাম নিবাসী মোঃ সমজেদ মিয়ার ছেলে মোঃ আবু বক্করকে গ্রেপ্তার করেন (মামলা নং- জিআর ৫৫/১৪) ।
অপরদিকে এসআই মোঃ হাবিবুর রহমান-পিপিএম এর নেতৃত্বে  এসআই মোঃ রাজিব রহমান,এসআই মোঃ লুৎফুর রহমান,এসআই মোঃ অনুজ কুমার দাস সহ  এক দল পুলিশ বিশেষ  অভিযান পরিচালনা করে আদালত কর্তৃক গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত পলাতক আসামী   জগন্নাথপুর উপজেলার নারিকেলতলা গ্রাম নিবাসী মোঃ গোলাউদ্দিন এর ছেলে মালাই(মামলা নং- জিআর  ১২৩/১৫(জগঃ),চিলাউড়া গ্রাম নিবাসী  মোঃ ঠাকুরধন উল্লাহ’র ছেলে মোঃ আঃ শহীদ  ও আঃ শহীদ এর ছেলে মোঃ লাল মিয়াকে গ্রেপ্তার করেন(মামলা নং- সিআর ১৫৭/১৮)।
এসআই মোঃ মনিরুজ্জামান  এর নেতৃত্বে এএসআই মোঃ আনোয়ার হোসেন সহ এক দল পুলিশ   জগন্নাথপুর থানা এলাকায় বিশেষ   অভিযান পরিচালনা করে আদালত কর্তৃক গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত পলাতক আসামী জগন্নাথপুর উপজেলার আধুয়া গ্রাম নিবাসী হাজী মোঃ ফজর আলীর ছেলে মোঃ দিলাল মিয়াকে গ্রেপ্তার করেন(মামলা নং- জিআর ০৭/১৬)।
এছাড়াও এসআই মোঃঅনুজ কুমার দাস,এসআই মোঃ আফছার আহমেদ ও এএসআই মুক্তার হোসেন সহ এক দল পুলিশ বিশেষ  অভিযান পরিচালনা করে আদালত কর্তৃক গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত পলাতক আসামী জগন্নাথপুর উপজেলার    গন্ধর্বপুর গ্রাম নিবাসী মোঃ মনু মিয়ার ছেলে আলতাব হোসেন ওরফে ডাকাত আলতাবকে( জগন্নাথপুর থানার মামলা নং-০৩(০৫)১৯) গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই অনুজ কুমার দাস বলেন,   উক্তরোক্ত আসামীদেরকে ১৬ ই জুন রোজ রবিবার সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে   ।

আপনি আরও পড়তে পারেন