হস্তক্ষেপ না করলে খালেদা জিয়া অচিরেই মুক্তি পাবেন : রিজভী

সরকারের কারণে জামিনযোগ্য মামলায়ও খালেদা জিয়ার জামিন হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকার হস্তক্ষেপ না করলে শিগগিরই খালেদা জিয়া মুক্তি পাবেন বলেও মনে করেন তিনি। আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।

বিএনপির এই নেতা বলেন, ‘বানোয়াট দুই মামলায় ছয় মাসের জামিন পেয়েছে জনগণের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। কারণ এই দুইটি ভূয়া মামলা সরকারি দলের ব্যক্তিরাই করেছে। যে অভিযোগে মামলা করা হয়েছে তা সম্পূর্ণরুপে অসত্য এবং মামলারই যোগ্য নয়। তা কেবল প্রতিহিংসামূলক।’

তিনি আরও বলেন, ‘সরকার যদি খালেদা জিয়ার মুক্তির প্রশ্নে কোনো হস্তক্ষেপ না করে,তাহলে অচিরেই খালেদা জিয়া মুক্তি পাবেন।’

গতকাল অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনের পঞ্চম ও শেষ ধাপের ভোট প্রসঙ্গে রিজভী বলেন, ‘নির্বাচনে পুলিশের ভূমিকা দলীয় ক্যাডারের মতো। নৌকা প্রার্থী ছাড়া অন্যান্য প্রার্থীদের ঠেকানোর জন্য মাঠে সক্রিয় ছিল পুলিশ ও আওয়ামী লীগ।’

বিভিন্ন ভোটকেন্দ্রে এজেন্টদের ঢুকতে দেয়া হয়নি। রাতে ভোটারদের বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখানো হয়েছে বলে অভিযোগ করেন এই বিএনপি নেতা।

এছাড়া নির্বাচন কমিশন ভোট তামাশার রঙ্গমঞ্চে প্রধান অভিনেতা হিসেবেই ভূমিকা পালন করছে বলে আরও মন্তব্য করেন রিজভী।

আপনি আরও পড়তে পারেন