অপহরণের ১১ দিন পর মায়ের কোলে সৌরভ

চট্টগ্রাম থেকে নিখোঁজের ১১ দিন পর ময়মনসিংহের তারাকান্দা উপজেলা থেকে সৈয়দ ইফতেখার আলম প্রকাশ সৌরভকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর আজ বৃহস্পতিবার আবার মায়ের কোলে ফিরে আসেন তিনি।

বেলা সাড়ে ১১টার দিকে বনানীর বাসায় সৌরভকে পরিবারের কাছে হস্তান্তর করে ডিবি পুলিশ। এ সময় স্বস্তি প্রকাশ করেন পরিবারের সদস্যরা।

সৌরভের মা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে ছেলেকে ফিরে পাওয়ায় সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করেন তিনি। সৌরভের মা বলেন, ‘আর যেন কোনো মাকে সন্তানের জন্য এমন অপেক্ষা না করতে হয়।’

এ সময় সোহেল তাজ বলেন, ‘সৌরভের ওপর দিয়ে যে ধকল গেছে তা সামলে নিতে সময় লাগবে। প্রয়োজনে ডাক্তারের সঙ্গে কথা বলে সৌরভের চিকিৎসার ব্যবস্থা করা হবে।’

এর আগে ভোর ৬টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে সৌরভকে উদ্ধারের কথা জানান তার মামা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।

পরে বেলা ১১টার দিকে সাংবাদিকদের সোহেল তাজ বলেন, ‘তার সন্ধান আমরা পুলিশকে দিয়েছি। সকাল বেলা আমাদের যখন ওই (রাইস মিলের) ফ্যাক্টরির কর্মচারীরা ফোন করলেন তখন আমরা সঙ্গে সঙ্গে চট্টগ্রামের কাউন্টার টেরোরিজমের ইনচার্জ যিনি আছে, তার সঙ্গে আমরা আমাদের ডিসি শহিদুল্লাহ সাহেবকে নিয়ে যোগাযোগ করেছি। উনি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছেন এবং ময়মনসিংহের এসপি আবিদ হোসেনের সঙ্গে যোগাযোগ করেছেন।’

তিনি বলেন, ‘ইমডিয়েটলি আবিদ হাসান সাহেব আমার সঙ্গে যোগাযোগ করেছেন। উনি নিজে গিয়ে সৌরভকে লোকেট করে আমার সঙ্গে যোগাযোগ করেছেন। সৌরভের কন্ডিশন ভালো ছিল না। শুনতে পাচ্ছি, তাকে বাধা অবস্থায় পাওয়া গেছে। ওর গায়ে কোনো জামা ছিল না। শুধু পায়জামা পরা ছিল। আর তাকে চোখ বাধা অবস্থায় পাওয়া গেছে।’

এসপি সাহেব সৌরভকে বাসায় নিয়ে গোসলের ব্যবস্থা করে দিয়েছেন জানিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি সৌরভের জন্য কিছু নাস্তার ব্যবস্থা করেছেন। কারণ সে অনেক ক্ষুধার্ত ছিল। ওতো বুঝেই উঠতে পারেনি ও কোথায়?’

তবে আসল কথা হলো সে আবার মা-বাবার কাছে ফিরে আসছে সেটাই হলো মূল কথা, বলেন সোহেল তাজ।

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের মামাতো বোনের ছেলে (ভাগ্নে) সৈয়দ ইফতেখার আলম প্রকাশ সৌরভ। গত শুক্রবার রাত ১টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তাকে অপহরণের অভিযোগ করেন সোহেল তাজ।

আপনি আরও পড়তে পারেন