আনসার বাড়ীয়া রেলওয়ে স্টেশন পুণরায় চালুর  দাবীতে এলাকাবাসীর  ৩ দফা দাবীতে  মানববন্ধন। 

মামুন মোল্লা,চুয়াডাঙ্গা(২০/০৬/১৯)
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার
আনসারবাড়ীয়া রেলওয়ে স্টেশন রক্ষায়,সকল স্বাভাবিক কযক্রম চালু সহ   স্টেশনের উন্নয়ন,আধুনিকায়ন,২ জন  স্টেশন মাস্টার নিয়োগ, ৭১৫ ও ৭১৬ আপ আন্তঃনগর সাগরদাঁড়ি ও কপোতাক্ষ এক্সপ্রেসে ট্রেন স্টপেজের দাবীতে সচেতন নাগরিক  ঐক্যের ব্যানারে এলাকাবাসী সুষ্ঠু,সুন্দর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে রেলপথ অবরোধ  সহ গণ মানববন্ধন কর্মসূচি পালন করছেন। গতকাল বুধবার পূব ঘোষণা অনুযায়ী  সকাল সাড়ে ৮ টা থেকে সচেতন এলাকাবাসী স্বতঃস্ফুর্ত ভাবে  আনসারবাড়ীয়া রেলওয়ে স্টেশন এলাকায়   গণমানুষের সমাগম ঘটে। ঢাকা টু খুলনা রুটে চলাচল কারী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেসে ট্রেন খুলনা থেকে ছেড়ে আসা ঢাকা গামী কপোতাক্ষ এক্সপ্রেসে ট্রেন টি গতকাল সকাল ৯ টা ১৯ মিনিটে আনসারবাড়ীয়া রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালো পূব থেকে রেললাইনের মাঝ খানে ২ টি লালা কাপড় টাঙিয়ে সচেতন হাজার-হাজার এলাকাবাসী  ট্রেনের সামনে এসে দাঁড়িয়ে দুই হাত তুলে ধরে আমাদের দাবী,আমাদের দাবী,মানতে হবে। স্টেশন মাস্টার সহ লোকবল নিয়োগ দিয়ে স্টেশন টির সকল স্বাভাবিক কাযক্রম চালু সহ আন্তঃনগর ট্রেনের যাএা বিরতির দাবীতে ট্রেনটি থামানোর জন্য অনুরোধ জানিয়ে রেললাইন  উপর বসে  রেলপথ অবরোধ করে রাখেন। এ সময় ঢাকা টু খুলনা রুটে প্রায় ১ঘন্টা সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়। কপোতাক্ষ এক্সপ্রেসে ট্রেনের পরিচালক শামসুদ্দোজা ট্রেন থেকে নেমে এসে স্টেশন মাস্টারের রুমে অবস্হানরত আন্দোলনকারী নেতাকমী ও স্হানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তারের সাথে খোলামেলা আলাপ করে বাংলাদেশ রেলওয়ে পাকশী ও রাজশাহী উধত্বন কতৃপক্ষের সাথে এ বিষয় টি জানান। বাংলাদেশ রেলওয়ে রাজশাহী দায়িত্বপ্রাপ্ত কমকতা খন্দকার শহিদুল ইসলাম  সচেতন এলাকাবাসীর ৩ দফা দাবীর মুখে প্রে্ক্ষিতে স্হানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ আন্দোলনরত নেতাকমীদের সাথে মোবাইল ও টেলিফোনে কথা বলেন।তিনি তাদের দাবীর সাথে একাত্মা ঘোষণা করেন এবং সচেতন এলাকাবাসীকে আশ্বাস্ত করেন আগামী (১৫) দিনের মধ্যে অথাৎ ৫ জুলাইয়ের মধ্যে আনসার বাড়ীয়া রেলওেয়ে স্টেশনের সকল স্বাভাবিক কাযক্রম পুণরায় চালু করা হবে। রেলওয়ে রাজশাহী বিভাগের জিএম খন্দকার শহিদুল ইসলামের আশ্বাস পেয়ে জীবন নগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তারের নিদেশে রেলপথ অবরোধ ও মানববন্ধন কমসূচী প্রত্যহার করে নেন। প্রত্যহার শেষে স্টেশন প্লাটফর্মে সচেতন নাগরিক ঐক্যের ব্যানারে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা -২ আসেন জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে প্রতিদ্বন্দী প্রাথী নবী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মিজা হাকিবুর রহমান লিটন,এলাকাবাসীর পক্ষে সচেতন নাগরিক ঐক্যের অন্যতম নেতা খান তারিক মাহমুদ, ডাঃ মীর মাসুদুল খালেক বুলু,শেখ আব্দুল  ওয়াদুদ,মিজা হাচিবুর রহমান পান্নু, শ্রেষ্ঠ চাষী মোল্লা আলতাফ হোসেন  ফেলা।এ সময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেস ক্লাবের সভাপতি ও সাংবাদিক নারায়ণ ভৌমিক,  আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সভাপতি আমিনুল বাসার কবু, সাধারণ সম্পাদক মিজা হামিদুর রহমান সিলন, দপ্তরস সম্পাদক, আন্দুলবাড়ীয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও  সাংবাদিক জাহিদুল ইসলাম মামুন, বিশিষ্ট সমাজ সেবক আবু -শামা বাবু, যুবলীগনেতা জাহিদুল ইসলাম, ইস্রাফিল হোসেন,বাংলাদেশ রেলওয়ে পুলিশের এসআই জিয়াউর রহমান, কনস্টেবল জিয়াউল,জীবননগর থানা পুলিশ উত্তম কুমার,কামরুল হাসান,ডিএসবি এসআই বজলুর রহমান,আবু সুফিয়ান,শাহাপুর ক্যামপ পুলিশের টুআইসি শাফায়েত, কনস্টেবল মুক্তার আলী,আনসার বাড়ীয়া রেলওেয়ে স্টেশনের স্টাফ সাইদুর রহমান ওরফে সাইদুল সহ স্হানীয় আওয়ামীলীগ,যুবলীগ, ছাএলীগ সহ ইউনিয়নের সবস্তরের হাজার-হাজার জনতা।

আপনি আরও পড়তে পারেন