বৃষ্টিতে ভেসে যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ?

দুপুরে নটিংহ্যামে ট্রেন্টব্রিজের মাঠে গড়াবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ। কিন্তু এই ম্যাচেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

নটিংহ্যামের আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, ভোর ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। দুপুর ১২টার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা না থাকলেও পূর্বাভাস বলছে ৩টার দিকে আবারও বৃষ্টি নামতে পারে ট্রেন্ট ব্রিজে।

এই বিশ্বকাপে এখন পর্যন্ত চারটি ম্যাচ বৃষ্টিতে বাতিল হয়েছে। এর মধ্যে বাংলাদেশেরও একটি ম্যাচ রয়েছে। আজও যদি বৃষ্টিতে ভেসে যায় ম্যাচ, তাহলে অজিদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হবে মাশরাফীদের।

তবে বাংলাদেশ অধিনায়ক চান না ম্যাচ বৃষ্টিতে ভেসে যাক। পাঁচ ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে টাইগারদের অবস্থান এখন পাঁচ নম্বরে।

আপনি আরও পড়তে পারেন