নবাবগঞ্জে অগ্নিকান্ডে মুদি মালামাল পুড়ে ছাই

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা কোকিলপ্যারি উচ্চ বিদ্যালয়ের মার্কেটেরনিচতলার একটি গোডাউনে আগুন লেগে মুদি ও স্টেশনারী মালামাল পুড়ে গেছে।শনিবার দুপুর ২টার দিকে এ দূর্ঘটনা ঘটে। এতে নগদ টাকাসহ প্রায় সাড়ে৩লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আক্কেল আলীর দাবী দুর্বৃত্তের আগুনেপুড়েছে মালামাল।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মার্কেটের পূর্বপাশের ছাপড়া ঘরেগত ৪০ বছরের মুদি ও স্টেশনারী মালামালের ব্যবসা আক্কেল আলীর। মার্কেটের নিচতলারভাড়া গোডাউনে মালামাল ঠাসা ছিল।

শনিবার সকালে ছেলেকে দোকানে রেখেব্যবসার কাজে বাহিরে ছিলেন। দুপুরে গোডাইনে আগুন জ¦লতে দেখেন ব্যবসায়ীরছেলে। তার চিৎকারে এলাকাবাসীসহ বিদ্যালয়ের শিক্ষার্থী এসে আধঘন্টা চেষ্টাচালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে সমস্ত মালামাল পুড়ে যায়। এতে নগদটাকা, মালামালসহ প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ী দাবীকরেন। এতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই মিজানুর রহমান বলেন, এবিষয়েথানায় কেউ জানায়নি। খোঁজ নেয়া হচ্ছে।নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাহউদ্দিন মন্ধসঢ়;জুকেএবিষয়ে জানানো হলে তিনি দুর্ঘটনাস্থলের খোঁজ দেবেন বলে জানান।

আপনি আরও পড়তে পারেন