হাতে ছবি নেই, অভিনয় জগৎ থেকে সরে দাঁড়াচ্ছেন শাহরুখ!

গত বছরের ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছিল বলিউডের বাদশাহ শাহরুখ খান অভিনীত ছবি ‘জিরো’। এরপর থেকে আর কোনও ছবির জন্য চুক্তিবদ্ধ হননি অভিনেতা। কেউ কেউ তো বলতে শুরু করে দিয়েছেন, এবার অবসরের পথে পা বাড়াচ্ছেন বাদশা।

হিরো হওয়ার বয়স শাহরুখের পেরিয়েছে। তাই ছবিও জুটছে না কপালে। কিন্তু শাহরুখ অনুরাগীরা তা মানবে কেন? পাল্টা দিচ্ছে তারাও। এই উত্তপ্ত পরিস্থিতে হঠাৎই বিষয়টি নিয়ে মুখ খুললেন স্বয়ং অভিনেতা।

সম্প্রতি একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখ বলেন, এ কথা সত্যি যে তার হাতে এখন কোনও ছবি নেই।

সাধারণত একটি ছবি যখন শেষের দিকে চলে আসে তখন অন্য প্রজেক্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়েন অভিনেতা অভিনেত্রীরা। শাহরুখ নিজে একটি ছবি শেষ হওয়ার তিন-চার মাসের মধ্যে অন্য ছবির কাজ শুরু করে দিতেন এতদিন। কিন্তু এখন আর সেটা হচ্ছে না। কারণ, মন সায় দিচ্ছে না।

এ অভিনেতা জানান, এখন তিনি সিনেমা দেখেন, গান শোনেন, গল্পের বই পড়েন। আরিয়ানের পড়াশোনা শেষের পথে। সুহানাও কলেজ যেতে শুরু করেছে। এই সময় তিনি ছেলেমেয়েদের সঙ্গে থাকতে চান। পরিবারকে সময় দিতে চান।

তবে শাহরুখের এই বক্তব্যের পর তর্কবিতর্ক থেমে যায়নি। বরং তাতে আরও ইন্ধন জুগিয়েছে। নিন্দুকরা বলছে, যখন হাতে ছবি থাকে না, তখন সমস্ত তাবড় সেলেব্রিটি এই কথাই বলেন। এ আর নতুন কী!

রাকেশ শর্মার বায়োপিকে কাজ করার কথা ছিল শাহরুখের। তিনি নিজে এমন একটা ভালো প্রজেক্ট ছেড়ে দিলেন ‘ডন-৩’র জন্য।

এখন শোনা যাচ্ছে, শাহরুখের চরিত্রে অভিনয় করবেন ভিকি কৌশল। এদিকে ‘ডন-৩’ সম্ভবত শাহরুখের হাত থেকে বেরিয়ে গিয়েছে। সেখানে নাকি রণবীর কাপুর অভিনয় করবেন। এখন বাদশার হাতে শিবরাত্রির সলতে রাজকুমার হিরানির সঙ্গে একটি ছবি যার এখনও নাম ঠিক হয়নি। নাম তো দূরের কথা, ছবি নিয়ে কোনও তথ্যই এখনও পাওয়া যায়নি। এমন একটি উড়ো খবরের উপর তো আর ভরসা করা যায় না!

 

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন