চুয়াডাঙ্গায় নানা আয়োজনে আওয়ামীলীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 মামুন মোল্লা,চুয়াডাঙ্গা প্রতিনিধি (২৩-০৬-১৯)

চুয়াডাঙ্গায় নানা আয়োজনে আওয়ামীলীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রোববার সকালে জেলা আওয়ামীলীগের কার্যালয় চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দার ছেলুন ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগরসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ। পরে সকাল ১০ টায় জেলা আওয়ামীলীগের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারন করেন দুই সাংসদসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

আপনি আরও পড়তে পারেন