ট্রাম্পের ‘অসাধারণ’ চিঠি কিমের হাতে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লেখা চিঠি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের হাতে পৌঁছেছে। কিম সেই চিঠিকে ‘অসাধারণ’ বলে বর্ণনা করেছেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর বরাত দিয়ে গতকাল এ খবর জানিয়েছে বিবিসি। চিঠি পড়ে প্রতিক্রিয়ায় কিম জানান, এটি সত্যিকার অর্থেই আনন্দের বিষয়।

তিনি আরও বলেন, ট্রাম্প অসাধারণ সাহসী। এর আগে চলতি মাসের প্রথম দিকে ট্রাম্প বলেছিলেন-তিনি উত্তর কোরিয়ার নেতার কাছ থেকে খুব সুন্দর একটি চিঠি পেয়েছেন। তবে এটি পরিষ্কার করে বলা হয়নি যে, কে বা কারা কখন ট্রাম্পের এই চিঠিটি সরবরাহ করেছে। এমনকি এ ব্যাপারে হোয়াইট হাউসও কোনো মন্তব্য করেনি। এ বছর ফেব্রুয়ারি মাসে ভিয়েতনামে ট্রাম্প-কিম বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই ভেস্তে গেলে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এর পর এ চিঠির সংবাদই দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নের প্রথম খবর দিচ্ছে। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম এ চিঠির বিষয়কে ইতিবাচক হিসেবে দেখছে।

যুক্তরাষ্ট্র ভাষ্য, উত্তর কোরিয়া সব পারমাণবিক অস্ত্র তাদের কাছে সমর্পণ করবে, বিনিময়ে উত্তর কোরিয়ার ওপর থেকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা তুলে দেওয়া হবে। আর উত্তর কোরিয়ার দাবি হচ্ছে-আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক, পরে পারমাণবিক কর্মসূচি বন্ধ করা হবে।

আপনি আরও পড়তে পারেন