টসে জিতে ব্যাটিংয়ে ভারত

চলতি বিশ্বকাপের ৩৪তম ম্যাচে উইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে এশিয়ার শক্তিশালী দেশ ভারত।

বৃহস্পতিবার (২৭ জুন) ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি, মাছরাঙা চ্যানেল ও চ্যানেল ওয়ান।

বিশ্বকাপে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল ভারত। ৫ ম্যাচের একটির পয়েন্ট ভাগাভাগি ও ৪টিতে জয় নিয়ে অবস্থান করছে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে। আর উইন্ডিজ বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পায়। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে সেই একটি জয়ই তাদের সান্তনা! আর জয়ের মুখ দেখেনি অগোছালো উইন্ডিজ। মাত্র ৩ পয়েন্ট টেবিলের ৮ নম্বরে রয়েছে গেইলারা।

সেমিফাইনালের আশা উইন্ডিজদের ফিকে হয়ে গেলে আজ টেবিলের আরও উপরে উঠে যাবে বিরাট কোহলির দল।

ভারত একাদশ

রোহিত শর্মা, কে এল রাহুল, বিরাট কোহলি, বিজয় শঙ্কর, কেদার জাদভ, মাহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, যসপ্রিত বুমরাহ এবং যুজবেন্দ্র চাহাল।

উইন্ডিজ একাদশ

ক্রিস গেইল, সুনিল আমব্রিস, শাই হোপ, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, কার্লোস ব্র্যাথওয়েইট, ফ্যাবিয়ান এলেন, কেমার রোচ, শেলডন কটরেল এবং ওশেন থমাস।

আপনি আরও পড়তে পারেন