অনেক চেষ্টা করেছি, কিন্তু ফিরাতে পারি নাই: রিফাতের স্ত্রী

রিফাতের স্ত্রী আয়শা আক্তার মিন্নি বলেন, আমি কলেজ থেকে বের হবার সময় রিফাত আমার সাথে ছিল। কিছু ছেলে এসে কিছু একটা বলতেই সেখানে আরো কিছু ছেলে চলে আসে এবং সবাই একসাথে কোপানো শুরু করেছে। আমি অনেক চেষ্টা করেছি, নিজের জীবন বিপন্ন করেও চেষ্টা করেছি তবে ফিরাতে পারি নাই।

তাদের পরিচয় সম্পর্কে তিনি বলেন, খুনিদের দুই একজনকে চিনলেও সবাইকে তিনি চিনেন না। রিফাত ফরাজী, রেশান ফরাজী, নয়ন এদেরকে তিনি চিনেন। তবে কেন খুন করেছে এই সম্পর্কে তিনি কিছুই জানেন না।

রিফাতের স্ত্রী আয়েশা খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।

প্রসঙ্গত, বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। তার স্ত্রী আয়শা আক্তার মিন্নি হামলাকারীদের বাধা দিয়েও স্বামীকে বাঁচাতে পারেননি। রিফাতকে কুপিয়ে অস্ত্র উঁচিয়ে এলাকা ত্যাগ করে দুর্বৃত্তরা। গুরুতর আহত রিফাত শরীফকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

যা বললেন রিফাতের স্ত্রী-

আপনি আরও পড়তে পারেন