কিশোরী ধর্ষণে যুবকের যাবজ্জীবন, সন্তানের দায়িত্ব রাষ্ট্রের

বরিশালে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আসামি আবু বক্কর সিদ্দিক নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় দেন।

একইসঙ্গে ধর্ষণের ঘটনার পর জন্ম নেওয়া শিশুটিকে আবু বক্কর সিদ্দিকের সন্তান হিসেবে স্বীকৃতি দিয়েছেন আদালত। শিশুটি সাবালক না হওয়া পর্যন্ত তার যাবতীয় ভরণ-পোষণ রাষ্ট্রকে বহন করার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, বরিশাল সদর উপজেলার শামসুল হক সিদ্দিকের ছেলে আবু বক্কর ২০০৫ সালের ১৩ মার্চ তার চাচাতো বোনকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় ওই কিশোরী গর্ভবতী হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে গ্রাম্য সালিশে এলাকাবাসী আবু বক্করকে ওই কিশোরীকে বিয়ে করতে বলেন। কিন্তু তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানান।

এই ঘটনায় ওই কিশোরী বাদী হয়ে ২০১৬ সালের ১৬ মার্চ বরিশাল নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে। তদন্ত শেষে একই বছরের ৩ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন বরিশালের কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) শিশির পাল। দীর্ঘ তিন বছর ধরে মামলা চলার পর ১৬ জনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে বিচারক বুধবার আসামি আবু বক্কর সিদ্দিককে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।

সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট ফজলুল হক ফয়েজ বলেন, ‘এটি একটি যুগান্তকারী রায়। কারণ ১৪ বছর আগের ধর্ষণের মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে ধর্ষণের শিকার নারীর গর্ভে জন্ম নেওয়া শিশুটি সাবালক না হওয়া পর্যন্ত রাষ্ট্রকে তার ভরণ পোষণের যাবতীয় খরচ বহন করার আদেশ দিয়েছেন বিচারক। এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার হয়েছে বলে আমরা মনে করি।’

আপনি আরও পড়তে পারেন