দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার নবাবগঞ্জের সেন্ট ইউফ্রেজীশ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে সততা স্টোরের উদ্বোধন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এতে অর্থায়ন করেন। বৃহস্পতিবার বেলা ১২টায় ফিতা কেটে স্টোরের উদ্বোধন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শিক্ষাবিদ মানবেন্দ্র দত্ত। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ সিষ্টার মার্গারেট গমেজ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক বিপ্লব ঘোষ, শিক্ষক- উত্তম কুমার পাল, আলো রানী সাহা, রানু সিসিলা গমেজ, রিপন কুমার শীল, তানিয়া বেগম আনজু, ম্যানুয়েল অমিত গমেজ, শিক্ষার্থীদের সংগঠন সততা সংঘের সদস্য- প্রত্যাশা, রোজা, আফরোজ, দোলন, তন্নী সহ প্রায় হাজার শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। অন্যদিকে, দুদক’র অর্থায়নে সততা সংঘের আয়োজনে বৃহস্পতিবার কলাকোপা কোকিলপ্যারি উচ্চ বিদ্যালয়, বক্সনগর উচ্চ বিদ্যালয় ও পাতিলঝাপ উচ্চ বিদ্যালয়ে সপ্তাহব্যাপি রচনা ও বিতর্ক প্রতিযোগীতা সম্পন্ন হয়। পৃথকভাবে পুরস্কার বিতরণ করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, সহ-সভাপতি কুমারী মাধুরী বণিক, সম্পাদক, সদস্য এড মো. নাসির উদ্দিন, কেপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহআলম, বক্সনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শফি উদ্দিন, পাতিলঝাপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান প্রমূখ।