বিয়ের সাজে বৈচিত্র এনেছে রুপার গোল্ড প্লেটেড গয়না

সাজসজ্জার একটি উল্লেখযোগ্য উপাদান হলো অলঙ্কার, যা সৌন্দর্য্য বৃদ্ধিতে সাহায্য করে। বিশেষ করে নারীদের সাজসজ্জা পরিপূর্ন হয় গয়না পরিধানের মাধ্যমে। এসকল গয়না বিভিন্ন প্রকারের হয়ে থাকে। হীরে, সোনা, রুপা, প্লাটিনাম,গোল্ড প্লেটেড গয়না।

বিয়ের সাজের ক্ষেত্রে কণের সৌন্দর্য্য বৃদ্ধি করে তাকে পরিপূর্ণ গয়না। বিগত কয়েক বছরে সোনার দাম বেড়েছে। ফলে সোনার গয়না মধ্যবিত্তদের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। তবে সুখবর হচ্ছে, গহনা প্রেমীদের জন্য বাজারে রয়েছে রকমারি রুপার গহনা। কিছুদিন আগেও রুপার গহনা ছিল সেকেলে ব্যাপার। কিন্তু বর্তমানে রুপার গোল্ড প্লেটেড গহনার ব্যবহার দিন দিন বাড়ছে। স্টাইলে নতুনত্ব আনতে এখন অনেকেই রুপার গোল্ড প্লেটেড গহনা ব্যবহার করছেন।

রুপার গোল্ড প্লেটেড গয়নার সুবিধা হচ্ছে যে কোনো পোশাকের সঙ্গেই তা মানান সই, এসব রুপার গহনা ফ্যাশন না থাকলে তা ফেলেও দিতে হচ্ছে না। এসব রুপার গহনা এক্সচেঞ্জও করার সুযোগ থাকে। ফলে পাল্টে নতুন ডিজাইনেরও কিনতে পারেন।

জেনে নেয়া যাক অঙ্গের গহনার নামগুলো-

গলা: অর্ধহার, চন্দ্রহার, পাটিহার, চারনরী, পাঁচনরী, সাতনরী, গোটহার, প্রালোম্বক, একাবলি, কণ্ঠী, মধ্যমণি, ফুলোহার, মতিহার, রশ্মিমালা, চেন, মালা, নেকলেস, লকেট, শেলি, হাঁসুলি ইত্যাদি।

কান: কর্ণপালি, কণিকা, কর্ণদর্পণ, কর্ণপুর, ইয়ারিং, কর্ণমালা, কানবালা, ঝুমকা, টব, চৌদামি, বারবৌরি, দুল, মাকড়ি ইত্যাদি।

মাথা: মুকুট, তাজ, সিঁথিমোর, কিরীট, শেখর, শিরোমণি, টোপর, কলগা, মোর, মৌলি ইত্যাদি।

হাত: চুড়ি, কঙ্কণ, বালা, আর্মলেট, চূড়, টাড়, বলয়, অনঙ্গ, অঙ্গদ, বাউটি, ব্রেসলেট, বাহুবন্ধ, বাজুবন্ধ, পইছা, রতনচূড়, নোয়া, মানতাসা, প্রতিশর ইত্যাদি।

নাক: নথ, নোলক, নাকসোনা, নাকছাবি, বেশর, টানা ইত্যাদি।

কোমর: কিঞ্চিনি, কোমরবন্ধ, কটিসূত্র, কটিবন্ধ, চন্দ্রহার, বিছা, মেখলা ইত্যাদি।

পা: নূপুর, ঘুঙুর, পায়জোর, মল, গুঁড়বাঁধ, আনোট, তোড়া গুজারি, পাষক ইত্যাদি।

রুপার গোল্ড প্লেটেড গয়না যেখানে পাওয়া যাবে: আপন জুয়েলার্স, সানন্দা জুয়েলার্স পূরবী জুয়েলার্স, নাকসাতরা গোল্ড, নিউ জড়োয়া হাউস, জেমস গ্যালারিতে। এছাড়াও গাউছিয়া, চাঁদনী চক, মৌচাক মার্কেট, মেট্রোশপিং মল, রাপা প্লাজা, মাসকট প্লাজা, ইস্টার্ন প্লাজা ও বসুন্ধরা সিটিসহ অন্যান্য মার্কেটে।

দরদাম: এসকল রুপার গয়নার সেট পাওয়া যাবে সেটের দাম পড়বে ১২০০০-৩০০০০টাকা।

আপনি আরও পড়তে পারেন