ভেনেজুয়েলাকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

কোপা আমেরিকায় স্বাগতিক ব্রাজিলের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। এবার সেমিফাইনাল নিশ্চিত করলো আরেক ফেবারিট আর্জেন্টিনা।

শুক্রবার (২৮ জুন) রাতে অনুষ্ঠিত এ খেলায় লাউতারো মার্তিনেজ ও লো সেলসোর গোলে ভেনেজুয়েলাকে ২-০ গোলে হারিয়েছে ১৪ বারের চ্যাম্পিয়নরা।

সবশেষ ঐতিহাসিক মারাকানায় ২০১৪ বিশ্বকাপ ফাইনালে খেলতে নেমেছিল লিওনেল মেসির দল। সেই ম্যাচটিতে জার্মানির কাছে হারতে হয়েছিল তাদের।

কোপা আামেরিকার দ্বিতীয় সেমিফাইনালে খেলতে নামার মাত্র ১০ মিনিটেই আর্জেন্টিনাকে এগিয়ে দেন স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ। এ নিয়ে টানা দুই ম্যাচে গোল করলেন এ ইন্টার মিলান ফরোয়ার্ড। কর্নার থেকে পাওয়া বলে গোলে শট নেন আগুয়েরো। আর তাতে বুদ্ধিদীপ্ত ব্যাকহিলে পা ছুঁইয়ে বল জালে জড়ান লাউতারো।

এরপর ম্যাচে ফেরার আপ্রান চেষ্টা করেছে ভেনেজুয়েলা। বিশেষ করে দ্বিতীয়ার্ধে বেশ কিছু ভালো সুযোগ পেয়েছিল তারা। আর্জেন্টাইন গোলরক্ষক আরমানির দৃঢ়তায় আর ভেনেজুয়েলা ফরোয়ার্ডদের ব্যর্থতায় আর্জেন্টিনার জালের ঠিকানা পায়নি তারা।

উলটো ৭৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। আগুয়েরোর শট ভেনেজুয়েলা গোলরক্ষক উইলকারের হাতে লেগে চলে আসে বদলি খেলোয়াড় লো সেলসোর পায়ে। আলতো টোকায় বল জালে পাঠিয়ে দলের জয় নিশ্চিত করতে ভুল হয়নি এ মিডফিল্ডারের।

এই জয়ে কোপা আমেরিকায় টানা তৃতীয় সেমিফাইনাল নিশ্চিত করলো গত দুইবারের রানার্সআপরা। এছাড়া এটি হবে গত ছয় আসরে আর্জেন্টিনার পঞ্চম সেমিফাইনাল।

সেমিফাইনালে মেসিদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। ম্যাচটি হবে একই মাঠে ৩ জুলাই বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায়। দেখা যাবে বেইন স্পোর্টসে।

আপনি আরও পড়তে পারেন