চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা

জয়পুরহাটের আক্কেলপুরে মসজিদে ডেকে চুরির দায় স্বীকার করতে চাপ দেওয়ায় অপবাদ সইতে না পেরে আত্মহত্যা করল এক যুবক।

যুবক উপজেলার তিলকপুর ইউপি-র ভট্টপলাশি গ্রামের রফিকের ছেলে জামিল হোসেন (১৮)।

নিহতের পিতা ও পুলিশ সুত্রে জানা গেছে, গত শনিবার (২৯ জুন) উপজেলার তিলকপুর ইউপির ভট্টপলাশি গ্রামে মসজিদের মুসল্লীগন এক যুবককে ডেকে চুরির দায় স্বীকারে চাপ সৃষ্টি করেন। সে অপবাদ সইতে না পেরে ওই দিন দিবাগত রাতে সকলের অগোচরে কীটনাশক পানে আত্মহণন করছেন। খবর পেয়ে পুলিশ রোববার (৩০ জুন) সকালে বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে নিহতের পিতা রফিক বলেন, তার ছেলের বিরুদ্ধে অন্যায় মিথ্যা চুরির অভিযোগ তুলে গত শনিবার আছরের নামাজ শেষে একই এলাকার তারেক নামের এক ব্যক্তির দ্বারা মসজিদে ডেকে নেয় এবং ওই এলাকার আব্দুর রহমানের বাড়িতে দিনের বেলায় চুরি করতে গিয়েছিল মর্মে সে চুরির দায় আমার ছেলেকে স্বীকার করতে সন্ধ্যা পর্যন্ত সময় বেঁধে দেন ওই গ্রামের কয়েকজন মুসল্লীরা। এ অপবাদ সইতে না পেরে সকলের অগোচরে জামিল হোসেন (১৮) কীটনাশক পানে আত্মহণন করেন।

থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু রায়হান বলেন, এ ব্যাপারে আক্কেলপুর থানায় মামলার প্রস্তুতি চলছে। মরদেহের ময়নাতদন্তের জন্য থানায় নেয়া হয়েছে।

আপনি আরও পড়তে পারেন