যৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত শিক্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাবিতে মানববন্ধন

 রাবি প্রতিনিধি:

যৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত সেই শিক্ষক বিষ্ণুকুমার অধিকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আই.ই.আর) শিক্ষার্থীরা ঘন্টা ব্যাপি মানববন্ধন করেছে। রোরবার বেলা ১২টায় সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনের সামনে এ মমানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ে যে যৌন হয়রানির ঘটনা ঘটছে তা অত্যন্ত দুঃখজনক। আজ আমার এক বোন যৌনহয়রানির শিকার হয়েছে কাল আমরা হব না এর নিশ্চয়তা কি? এ ধরণের নিচু মানসিকতার মানুষদের জন্য সব সময় লাঞ্ছিত হয়ে আসছে মেয়েরা। এর আগে এ ধরণের ঘটনা বিশ্ববিদ্যালয়ে বহুবার ঘটলেও এর কোন সুষ্ঠু বিচার আমরা পাইনি। আমরা এই ঘটনার পুনরাবৃত্তি আর দেখতে চাই না। প্রশানের দৃষ্টি আকর্ষন করছি, আমরা এই ঘটনার সুষ্টু তদন্ত করে অভিযুক্তর সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। মানববন্ধনে বিভাগের আরেক শিক্ষার্থী বলেন এখন দেশের সব স্থানেই নারীরা যৌন হয়রানির শিকার হচ্ছেন। কিন্তু তারা মুখ বুঝে এসব হয়রানি সহ্য করে যাচ্ছেন। আর এসব যৌন হয়রানির সাথে জড়িতদের বেশিরভাগই বড় বড় নেতা বা উচ্চ পদস্থ কর্মকর্তা। এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও এর বাহিরে নয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জন্য তাদের কোন বিচার হয় না। এখন সময় এসেছে, সেই নিপীড়কদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার। মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানায়। শিক্ষা ও গবেষণা ইনিস্টিটিউটের শিক্ষার্থী খুর্শিদ রাজীবের সঞ্চালনায় মানববন্ধনে বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য দেন। এ সময় বিভাগের সকল ব্যাচের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত মঙ্গলবার (২৫জুন) এবং বৃহস্পতিবার (২৭জুন) ৪র্থ বর্ষ এবং ২য় বর্ষের দুই শিক্ষার্থী অভিযুক্ত শিক্ষক বিষ্ণুকুমার অধিকারীর বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিকভাবে উত্যক্ত করার লিখিত এবং মৌখিক অভিযোগ করেন। পরে এ ঘটনার সুষ্ঠু তদন্দ ও সর্বোচ্চ শাস্তির দাবিতে আজ (রোববার) মানববন্ধন করে বিভাগের শিক্ষার্থীরা।

আপনি আরও পড়তে পারেন