টস হারলেই সেমিফাইনাল শেষ পাকিস্তানের!

ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড ম্যাচের দিকে এই দুই দেশের দর্শকেরা ছাড়াও নজর রাখছিল পাকিস্তান। বুধবার ইংল্যান্ড হারলে সেমিফাইনালের হিসেব সহজ হতো ১৯৯২ এর চ্যাম্পিয়নদের জন্য। কিন্তু সরফরাজ আহমেদের দলকে হতাশ করে ইংল্যান্ড তুলে নিয়েছে জয়। নিশ্চিত করেছে সেমিফাইনাল। একই সঙ্গে পাকিস্তানের চতুর্থ দল হিসেবে সেমিফাইনাল খেলার আশাও এক রকম গুঁড়িয়েই দিয়েছে বলতে হবে।

এখন পর্যন্ত সেমিফাইনাল নিশ্চিত করা তিন দল হলো অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ড। তৃতীয় স্থানে থাকা ইংলিশরা নিজেদের সব ম্যাচই খেলে ফেলেছে। ৯ ম্যাচে ১২ পয়েন্ট তাদের। ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা অস্ট্রেলিয়া ও ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ভারতের একটি করে ম্যাচ এখনো বাকি।

এদিকে ৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড আছে অপেক্ষায়। সেমির রেসে তাদের প্রতিদ্বন্দ্বী পাকিস্তান। ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পাকিস্তানের অবস্থান এখন পঞ্চম। রানরেট তাদের নেগেটিভ (-০.৭৯২)।

শুক্রবার বাংলাদেশকে তারা হারালে ১১ পয়েন্ট হবে। কিন্তু নিউজিল্যান্ডের রানরেট পজেটিভ (০.১৭৫)। দুই দলের পয়েন্ট সমান হলে ম্যাচ জয়ের সংখ্যা হিসেবে আসবে। এখানে দুই দল সমতায় থাকায় আসবে রান রেট। যেখানে নিউজিল্যান্ডকে পেছনে ফেলতে পাকিস্তানকে এক কথায় অসম্ভবকে সম্ভব করতে হবে।

দেখে নেওয়া যাক কি করতে হবে পাকিস্তানকে-

# পাকিস্তান আগে ব্যাট করে ৩৫০ রান করলে বাংলাদেশকে ৩১১ রানে হারাতে হবে। অর্থাৎ ৩৯ রানে অলআউট করতে হবে টাইগারদের।

# যদি আগে ব্যাট করে ৪০০ রান করে পাকিস্তান তবে জিততে হবে ৩১৬ রানের ব্যবধানে।

# যদি ৪৫০ রান করে তবে ৩২১ রানের ব্যবধানে জিততে হবে।

এত গেল পাকিস্তানের আগে ব্যাট করে সমীকরণ। কিন্তু যদি আগে বোলিং পায় পাকিস্তান? সে ক্ষেত্রে কোনো হিসেব নিকেশের আর সুযোগই থাকছে না। পাকিস্তানের আগে বোলিং পাওয়া মানেই সেমিফাইনাল রেস থেকে ছিটকে যাওয়া।

অর্থাৎ বাংলাদেশ টসে জিতে ব্যাটিং পেলেই পাকিস্তান বিদায় নেমে সেমিফাইনাল থেকে। কথা আসতে পারে, বাংলাদেশ যদি টস জিতে আগে বোলিং করে? কি করবে সেটি জানার জন্য টস পর্ব পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাই আপাতত এভাবে লেখা যায়, টসেই নির্ধারণ হয়ে যেতে পারে পাকিস্তানের সেমিফাইনাল ভাগ্য।

আপনি আরও পড়তে পারেন