কেরানীগঞ্জে হাইওয়ে পুলিশ-অটো চালক সংঘর্ষ

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় হাইওয়ে পুলিশের সাথে স্থানীয় অটো গাড়ি চালকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর প্রায় সাড়ে ১২টা থেকে দফায় দফায় এ সংঘর্ষ চলে। এতে ঢাকা-মাওয়া হাইওয়ে সড়কে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়। এলাকাবাসী ও স্থানীয় কয়েকজন অটো চালক নাম প্রকাশ না করে জানান, শুক্রবার দুপুর প্রায় সাড়ে ১২টার দিকে স্থানীয় দুই অটো চালক সড়কে গাড়ি ঘুরাচ্ছিল। এসময় দায়িত্বরত হাইওয়ে পুলিশ কয়েকজন সদস্য চালকসহ গাড়ি ধাক্কা দিয়ে সড়ক থেকে খাদে ফেলে দেয়। এনিয়ে দুপক্ষের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে অটো চালকরা সংঘটিত হয়ে হাইওয়ে পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। হাইওয়ে পুলিশ এগিয়ে এলে দুপক্ষের সংঘর্ষ রুপ নেয়। প্রায় আধঘন্টা দফায় দফায় সংঘর্ষ চলে। খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে আসে। অটোচালকরা তাদের উপর চড়াও হওয়ার চেষ্টা করে। পরে থানা পুলিশের বেশ কয়েকটি দল জড়ো হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সময় ঢাকা-মাওয়া হাইওয়ে সড়কে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়। এসময় সড়কের দুপাশে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল রামানন্দ সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো. শাহজামাল সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। হাসাড়া হাইওয়ে পুলিশের ওসি মো. গোলাম মোর্শেদ তালুকদার সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে জানান, অটো চালকরা আইন অমান্য করে হাইওয়েতে অটো ঘুরাচ্ছিলো। দুটো গাড়ি খাদে পাড়ে যায়। হাইওয়ে পুলিশকে দোষারোপ করে তারা হামলা চালিয়েছে। অটোচালকদের ইটের আঘাতে কনস্টেবল মাহফুজসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। এঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহনের ব্যবস্থা নেয়া হচ্ছে।

আপনি আরও পড়তে পারেন