গ্যাসের পর ভারতে তেলের দামও কমছে

গ্যাসের দাম ১০০ রুপি করে কমানোর পর ভারতে তেলের দামও কমার ইঙ্গিত মিলেছে। ২০১৮-১৯ অর্থবছরের অর্থনৈতিক সমীক্ষার বরাত দিয়ে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমায় ভারতের বাজারে পেট্রল, ডিজেল ও অন্যান্য জ্বালানির দাম কমে আসবে।

সমীক্ষার অনুমান, ২০২০ অর্থবছরের শেষে ভারতের জিডিপি বৃদ্ধির হার ৭ শতাংশে পৌঁছাবে। উল্লেখযোগ্যভাবে বাড়বে বেসরকারি বিনিয়োগের হারও। বাড়বে ক্রেতা বাজার। মানুষের ক্রয়ক্ষমতা। আর কমবে রাজস্ব ঘাটতির পরিমাণ।

বৃহস্পতিবার দেশটির লোকসভায় অর্থনৈতিক সমীক্ষা পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ওই সমীক্ষা প্রণয়নের মূল দায়িত্বে ছিলেন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কৃষ্ণমূর্তি সুব্রমনিয়ন।

অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, জিডিপি বৃদ্ধির হার বেড়ে ৭ শতাংশে পৌঁছালে ভারত ফের চীনকে টপকে সবচেয়ে দ্রুত গতিতে বেড়ে চলা অর্থনীতির দেশ হয়ে উঠতে পারবে।

আপনি আরও পড়তে পারেন