বগুড়ার শেরপুরে জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ (৪ জুলাই) বৃহস্পতিবার দুপুর ২টায় যথযাত্রার শুভ উদ্বোধন করেন শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর। রথযাত্রাটি শহরের জগন্নাথপাড়ারস্থ জগন্নাথ মন্দির দিয়ে মহিপুরে অবস্থিত মন্দিরে গিয়ে শেষ হয়। রথযাত্রায় শত শত হিন্দু নারী পুরুষ অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পুজা উদ্যাপন পরিষদের সভাপতি নিমাই ঘোষ, সাধারণ সম্পাদক সংগ্রাম কুন্ডু, জগন্নাথ মন্দির কমিটির সভাপতি শোভন কুন্ডু, সাধারণ সম্পাদক খোকন কর্মকার, জাতীয় হিন্দু মহাজোট উপজেলা শাখার সভাপতি প্রকাশ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।

আপনি আরও পড়তে পারেন