শিক্ষকের গায়ে কেরোসিন ঢালার ঘটনায় ছাত্র রিমান্ডে

চট্টগ্রামের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ইউএসটিসি) ইংরেজি বিভাগের অধ্যাপক মাসুদ মাহমুদের গায়ে কেরোসিন ঢেলে দেওয়ার মামলায় মাহমুদুল হাসান নামে এক ছাত্রের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম আল ইমরান খানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এ প্রসঙ্গে চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার কাজী শাহাবুদ্দিন আহমেদ সমকালকে বলেন, শিক্ষককে কেরোসিন ঢেলে হত্যাচেষ্টার মামলায় ইউএসটিসির ছাত্র মাহমুদুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অভিযোগ রয়েছে, মঙ্গলবার দুপুরে অফিস থেকে টেনে বের করে শিক্ষক মাসুদ মাহমুদের গায়ে কেরোসিন ঢেলে দেন ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মাহমুদুল হাসান।

শিক্ষককে লাঞ্ছিত করার পর ইংরেজি বিভাগের শিক্ষার্থীরাই নগরীর খুলশীর ইউএসটিসি ক্যাম্পাসের সামনের সড়কে অবস্থান নিয়ে প্রায় একঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে। পরে পুলিশ অভিযুক্ত ওই ছাত্রকে গ্রেফতার করে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দিলীপ কুমার বড়ূয়া বাদী হয়ে একটি মামলা করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অবসরের পর ইউএসটিসির ইংরেজি বিভাগে যোগ দেন অধ্যাপক মাসুদ মাহমুদ।

আপনি আরও পড়তে পারেন