পরিসংখ্যানে বাংলাদেশ-পাকিস্তান লড়াই

চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। শুক্রবার (০৫ জুলাই) লর্ডসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। সরাসরি সম্প্রচার করবে বিটিভি, গাজী টিভি ও মাছারাঙা চ্যানেল।

১৯৮৬ সাল থেকে শুরু। ওয়ানডেতে এবার ৩৭ বারের মতো দেখা হবার অপেক্ষায় দু’দলের। একদিনের ম্যাচে প্রথম প্রতিপক্ষের বিপক্ষে বিশ্বকাপে একবারই খেলেছে বাংলাদেশ। ১৯৯৯ আসরে টাইগারদের সেই জয় এখনও দেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম আলোচিত। ওয়ানডেতে জয়ের পরিসংখ্যানে পাকিস্তান এগিয়ে থাকলেও সাম্প্রতিক পরিসংখ্যানে শেষ চারে ম্যাচে জয়ী দল বাংলাদেশ। ১৯৯৭ সালে কুয়ালালামপুরের এই দৃশ্য যেমন বাংলাদেশের ক্রিকেট উত্থানের প্রতীক। ঠিক দু’বছর পর নর্দাম্পটন দিয়েছিল সামর্থ্যের প্রমাণ দিয়ে বিশ্ব ক্রিকেটে টিকে থাকার বিশ্বাস।

প্রথমবার বিশ্বকাপের মঞ্চে গিয়ে নিজেদের দ্বিতীয় জয়টা এসেছিল সে সময়ের মহাপরাক্রমশালী পাকিস্তানের বিপক্ষে, যারা সেই বিশ্বকাপেরই ফাইনালিস্ট দল।

৩১ মে’র সেই লড়াই-ই এখন পর্যন্ত বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র দেখা। মাঝে পেরিয়েছে চার আসর। কখনও আর বিশ্ব আসরে মুখোমুখি হয়নি দু’দল। সেই হিসাবে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে শতভাগ সফল টিম বাংলাদেশ।

১৯৮৬ এশিয়া কাপে এই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই ওয়ানডে অভিযাত্রা শুরু হয়েছিল। নর্দাম্পটন বীরত্বের আগে ওই ম্যাচটি সহ আরও ৫ দেখাতেও জুটেছিল পরাজয়ের লজ্জা।

৯৯’র প্রেরণাকে অঘটনের গন্ডি থেকে অবশ্য সহসা বের করতে পারেনি বাংলাদেশ। এরপর হেরেছে টানা ২৫ ওয়ানডে।

ওই সময়ের মধ্যে আছে, হৃদয়ভাঙ্গা ২০১২ এশিয়া কাপও। ফাইনালে পাকিস্তানের কাছে হেরে জেতা হয়নি এশিয়ান শ্রেষ্ঠত্ব।

আর ২০১৪ এশিয়া কাপে ৩২৬ রান করেও হারতে হয়েছিলো আফ্রিদি ঝড়ে।

এরপর নতুন ইতিহাস লেখা শুরু বাংলাদেশ। জয়ের সংখ্যাটা কম হলেও, দু’দলের শেষ চার ম্যাচে জয়ী দল বাংলাদেশ।

২০১৫ তে হোম সিরিজে টানা তিন ম্যাচ জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। প্রথমবারের মতো পাকিস্তানকে টপকে র‍্যাঙ্কিংয়ে ওপরে উঠে যায় বাংলাদেশ। তাও আবারও ছয়ে। যা এখন পর্যন্ত টাইগারদের সর্বোচ্চ র‍্যাঙ্কিং।

দু’দলের সবশেষ লড়াইটা জমেছিল সবশেষ এশিয়া কাপে। পাকিস্তানকে সুপার ফোর থেকে বিদায় করে শিরোপা লড়াইয়ে নিজেদের নিয়ে গিয়েছিল বাংলাদেশ।

৯৯ এ যেমন শেষ ম্যাচ ছিল, এবারও ইংল্যান্ড আসরের শেষ ম্যাচে মুখোমুখি হবার অপেক্ষায় দু’দল। সেবার আগেই পরের রাউন্ড নিশ্চিত করে রাখা পাকিস্তান এবার সেমিতে যাবার কঠিন সমীকরণে। যেখানে বাংলাদেশের লক্ষ্য শুরুর মতই জয়ের তৃপ্তি নিয়ে শেষ করার।

এক নজরে দেখে নেয়া যাক বাংলাদেশ-পাকিস্তান পরিসংখ্যান

ম্যাচ : ৩৬

বাংলাদেশের জয় : ৫টি

পাকিস্তানের জয় : ৩১টি

সর্বোচ্চ দলীয় স্কোর

বাংলাদেশ : ৩২৯/৬, ২০১৫, ঢাকা

পাকিস্তান : ৩৫৮/৭, ২০১০, ডাম্বুলা

সর্বনিম্ন দলীয় স্কোর

বাংলাদেশ : ৮৭, ২০০০, ঢাকা

পাকিস্তান : ১৬১, ১৯৯৯, নর্দাম্পটন

সবচেয়ে বড় জয়

বাংলাদেশ : ৭৯ রানে এবং ৮ উইকেটে

পাকিস্তান : ২৩৩ রানে এবং ১০ উইকেটে

সবচেয়ে বেশি রান (ব্যক্তিগত)

বাংলাদেশ : তামিম ইকবাল ৬৭৬ রান।

পাকিস্তান : মোহাম্মদ ইউসুফ ৮৯৩ রান।

সর্বোচ্চ ইনিংস

বাংলাদেশ : তামিম ইকবাল ১৩২

পাকিস্তান : সালমান বাট ১৩৬

সবচেয়ে বেশি উইকেট

বাংলাদেশ : সাকিব আল হাসান ২১ উইকেট

পাকিস্তান : শহিদ আফ্রিদি ৩২ উইকেট

সেরা বোলিং

বাংলাদেশ : মোস্তাফিজুর রহমান ৪/৪৩

পাকিস্তান : আবদুল রাজ্জাক ৬/৩৫

আপনি আরও পড়তে পারেন