যারা দুঃসময়ে পাশে থাকবে তাদের মূল্যায়ন করবে । পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, যারা দুঃসময়ে পাশে থাকবেন, দল তাদের অবশ্যই মূল্যায়ন করবে। তবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনগুলোর কোনো নেতাকর্মী অপকর্মে জড়ালে তার দায়ভার দল নেবে না। শৃঙ্খলা ও নীতি আদর্শ রক্ষা করেই দলের জন্য অবদান রাখতে হবে। শুক্রবার বিকালে শরীয়তপুরের সখীপুর থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের কাছ থেকে দলীয় বিভিন্ন সমস্যা, কর্মকাণ্ড ও সমাধানের বিষয়ে বক্তব্য শোনেন।

সখীপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ূন কবির মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- চরভাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান সিকদার ও কাঁচিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার হাসেম দেওয়ান। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- সখীপুর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, সখীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান মানিক সরদার, সখীপুর থানা যুবলীগের আহ্বায়ক আবদুল খালেক খালসী, যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ পলাশ সরদার, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আসাদুজ্জামান খোকন, যুগ্ম আহ্বায়ক ওয়াসিম বেপারী, থানা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান সোমেল, সাধারণ সম্পাদক ইমরান বেপারী প্রমুখ।

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন