ম্যাথুসের সেঞ্চুরিতে লড়াইয়ের পুঁজি শ্রীলংকার

সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে ভারতের। বিদায় নিয়েছে শ্রীলংকাও। তবে শীর্ষে ওঠার লড়াই ভারতের। অস্ট্রেলিয়া যদি দক্ষিণ আফ্রিকায় পা হড়কায়! শ্রীলংকা মাঠে নেমেছিল ভারতকে একটা ধাক্কা দিতে। কিন্তু লিডসে টস জিতে ব্যাট নিয়ে দ্রুত চার উইকেট হারিয়ে চাপে পড়ে লংকানরা। পরে ম্যাথুসের সেঞ্চুরিতে ৭ উইকেট হারিয়ে ২৬৪ রান তুলেছে শ্রীলংকা।

হাথুরুসিংহের শিষ্যরা ম্যাচের ১২তম ওভারে হারায় ৪ উইকেট। দলের রান তখন ৫৫। শুরুতে ব্যর্থ হয়ে ফেরেন কুশল পেরেরা, দিমুথ করুনারত্নেরা। কুশল পেরেরা ১৮ রান করেন। আগের ম্যাচে সেঞ্চুরি পাওয়া আভিস্কা ফার্নান্দো ২০ রান করে আউট হন। কুশল মেন্ডস ক্রিজে এসে দাঁড়াতে পারেননি।

তবে অ্যাঞ্জেল ম্যাথুস সেই ধাক্কা সামাল দেন। তাকে সঙ্গ দেন লাহিরু থিরিমান্নে। দু’জনে গড়েন ১২৪ রানের দারুণ এক জুটি।থিরিমান্নে খেলেন ৫৩ রানের ইনিংস। আর ম্যাথুস ১১৩ রানের ঝকঝকে এক ইনিংস খেলে তবেই ফেরেন। পরে ধনাঞ্জয়া ডি সিলভা ২৯ রান করলে আড়াইশ’ ছাড়ানো সংগ্রহ পায় শ্রীলংকা।

ভারতের হয়ে এ ম্যাচে দারুণ বোলিং করেন বুমরাহ। ১০ ওভারে ৩৭ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। এছাড়া হার্ডিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব এবং রবিন্দ্র জাদেজা নেন একটি করে উইকেট। ভুবনেশ্বর কুমার এ ম্যাচে ছিলেন বেশ খরুচে। ১০ ওভারে তিনি দেন ৭৩ রান।

আপনি আরও পড়তে পারেন