আফগানিস্তানে শিশুর আত্মঘাতী হামলায় নিহত ১০

আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী হামলার ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জন।

শুক্রবার (১২ জুলাই) সকালে নংঘার প্রদেশের পচিরাগ্রাম জেলায় সামরিক বাহিনীকে উদ্দেশ্য করে এ হামলা চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খগয়ানি।

আল জাজিরা জানিয়েছে, একটি শিশুকে ব্যবহার করে হামলাটি চালানো হয়েছে।

বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, হামলায় ব্যবহার করা শিশুর বয়স ১০ থেকে ১৫ বছরের মধ্যে।

তবে কারা এই হামলা চালিয়েছে সেটি এখনো জানা যায়নি। তালেবান কিংবা আইএস কোনো পক্ষ দায় স্বীকার করেনি।

তালেবান প্রতিনিধি এবং আফগান সরকারের মধ্যে ঐতিহাসিক আলোচনার কয়েক দিনের মাথায়ই হামলা হল। ওই আলোচনার পর দেশটিতে শান্তি ফেরার আশা করছিলেন অনেকেই। দুইপক্ষ তখন শান্তির উদ্দেশ্যে একটি রোডম্যাপ অনুসরণ করার বিষয়ে একমত হয়।

আপনি আরও পড়তে পারেন