রিফাত হত্যায় জড়িত ছিলো মিন্নি, পুলিশের কাছে স্বীকারোক্তি

বরগুনায় প্রকাশ্য দিবালোকে রাস্তার ওপর রিফাত শরীফকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি।

মিন্নি পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে বলে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন।

তিনি বলেন, মঙ্গলবার দিনভর জিজ্ঞাসাবাদ ও বুধবার মিন্নির রিমান্ড মঞ্জুরের পর পুলিশের জিজ্ঞাসাবাদে রয়েছে মিন্নি। ইতোমধ্যেই মিন্নি রিফাত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ হত্যার পরিকল্পনার সঙ্গেও মিন্নি যুক্ত ছিলেন।

উল্লেখ্য, বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। পরে অস্ত্র উঁচিয়ে এলাকা ত্যাগ করে। দুর্বৃত্তরা চেহারা লুকানোরও কোনও চেষ্টা করেনি। গুরুতর আহত রিফাতকে পরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে তিনি মারা যান। এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

আপনি আরও পড়তে পারেন