রাজশাহীর চারঘাটে পদ্মা নদীতে কারেন্ট জাল জব্দ

 রাজশাহী ব্যুরো ডাঃ মোঃ হাফিজুর রহমান (পান্না) :

মৎস্য সেক্টরের সমৃদ্ধি সুশীল অর্থনীতির অগ্রগতি এই প্রতিবাদ্য সামনে রেখে গতকাল শনিবার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর আয়োজনে ফরমালিন বিরোধী অভিযান মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ভ্রাম্যমান মোবাইল কোর্ট । আটককৃত কারেন্ট জালগুলো চারঘাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জনসম্মুখে পুড়িয়ে ধবংস করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম আকতার জানান, যার আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা। মোবাইল কোট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ নাজমুল হক। এসময উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি কর্মকর্তা আনিসুর রহমান, রাজশাহী মৎস্য অধিদপ্তরের উপ- পরিচালক হাসান ফেরদৌস সরকার, রাজশাহী মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক শাহিনুর রহমান, মৎস্য অধিদপ্তর সহকারী পরিচালক শিরিন শিলা, জেলা মৎস্য কর্মকর্তা অলক কুমার সাহা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম আকতার, মডেল থানার এসআই গোলাম মোস্তফা ও ক্ষেত্র সহকারী তাকির হোসেন প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন