৪০তম বিসিএস প্রিলিমিনারির ফল হতে পারে আজ

৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার প্রকাশ করা হতে পারে। নাম প্রকাশ না করার শর্তে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

পিএসসি সূত্রে জানা যায়, ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করার জন্য আজ বিশেষ সভা ডাকা হয়েছে। সভা শেষে বিকেলে ফল প্রকাশ করা হতে পারে। ফল পিএসসির ওয়েবসাইটে ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানা যাবে।

উল্লেখ্য, গত ৩ মে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বিসিএসে আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন এবং পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার। মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে।

আপনি আরও পড়তে পারেন