দোহারে কৃষকের খামার থেকে রাতের আধারে ৪টি গরু লুট

 দোহার(ঢাকা)প্রতিনিধি:

দোহার উপজেলায় এক কৃষকের খামার থেকে রাতের আধাঁরে ৪টি গরু লুটের ঘটনা ঘটেছে।এ ঘটনায় কৃষকের দাবী ছয় লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। জানা যায়,গতকাল মঙ্গলবার দিবাগত গভীররাতে উপজেলার নারিশা ইউনিয়নের ঝনকি- জালালপুর এলাকায় শিহাব গোসারী নামে একটি গরুর খামার ও শিহাব অটো রাইস মিল রয়েছে।খামারের মালিক মো.সোহেল খান জানান,প্রতিদিনের ন্যায় গরুর খামারে তার পালিত ৮টি গরুকে পাকা খামারঘরে তালাবদ্ধ রেখে আটজন কর্মচারীকে দেখভালের জন্য রেখে যায়।গভীর রাতের কোন এক সময়ে সংঘবদ্ধ লুটেরদল খামারের লোহার গেইটের ৮টি তালা ও লোহার শিকল কেটে ভিতরে ঢুকে। ভিতরে ঢুকে প্রথমে কর্মচারীদের থাকার ৪টি পাকা ঘরের দরজায় তালা লাগিয়ে গরুর খামারের দরজার তালা ভেঙ্গে বাছাইকরা বড়জাতের ৪টি গরু ট্রাকে তোলে লুটে নেয়।এ সময়ে কর্মচারীরা ডাক- চিৎকার করলেও ঘর থেকে বের হতে পারে না।অত:পর ফজরের আযানের পর স্থানীয়রা ডাক-চিৎকার শুনতে পেয়ে তাদেও উদ্ধার করেন।সংবাদ পেয়ে দোহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে খামারের মালিক সোহেল খান জানান,অনেক আশা নিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে পাকা স্থাপনা করে গরুর খামার করেছি।অথচ রাতের আধাঁরে এইভাবে আমার খামারের বাছাই করা ৪টি গরু লুট করে নিয়ে যাবে এ কথা ভাবলেই আমার জ্ঞাঁন হারিয়ে যায়। এ বিষয়ে দোহার থানার সেকেন্ড অফিসার সমৈন মিত্র জানান,সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।লুটেরা সংঘবদ্ধ ও ট্রাক নিয়ে এ ঘটনা ঘটিয়েছে।তদন্ত চলছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনি আরও পড়তে পারেন