বরিশাল থেকে যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু

কেন্দ্রিয় লঞ্চ মালিক সমিতির সিদ্ধান্ত অনুসারে সারা দেশের মতো বরিশাল থেকেও শুরু হয়েছে যাত্রীবাহী লঞ্চ চলাচল। বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেল ৩টায় গ্রীন লাইন-৩ নামের একটি জাহাজ বরিশাল থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। 

নদী বন্দরে থাকা এ্যাডভেঞ্চার-৯, সুরভী-৮, পারাবত-১১ এবং টিপু-৭ যাত্রীদের কাছে কেবিনের টিকেট বিক্রি শুরু করে।  এছাড়া বরিশাল নদী বন্দর থেকে স্থানীয় ও অভ্যন্তরীন রুটের বিভিন্ন লঞ্চ নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

দ্রুত ধর্মঘট প্রত্যাহার করায় যাত্রীরা স্বস্তির কথা জানিয়েছেন। অপরদিকে লঞ্চের কর্মচারীরা জানিয়েছে, কেন্দ্রিয় নির্দেশনা পেয়ে তারা লঞ্চ চলাচল শুরু করেছেন।

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন